ত্বকের নিরাপদ যত্নের কথা ভাবলে অলিভ অয়েল ব্যবহার করুন আজ থেকেই, বলছে বিশেষজ্ঞরা

>> বাইরে যাওয়ার আগে ত্বকে অলিভ অয়েলের প্রলেপ দিয়ে বের হলে সান্ টান থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।

>>অলিভ অয়েলে আছে ভিটামিন, মিনারেল, ফ্যাটি এসিড। তাই এটি মানব দেহের জন্য উপকারী। এটি সব ধরনের ত্বকের জন্য নিরাপদ। অলিভ অয়েল চুলে পুষ্টি যোগায় আর অলিভ অয়েলে বিদ্যমান ভিটামিন ই, যা  তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

>> মুখ পরিষ্কার করতে হালকা কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে পরে তুলাতে সামান্য অলিভ অয়েল লাগিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট পর কুসুম গরম জল তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মুখ ধুয়ে নিন। এবার শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

>> স্নান করার পর সামান্য জলর সাথে অলিভ ওয়েল মিশিয়ে সারা শরীরে ম্যাসেজ করলে কিন্তু দারুণ ময়েশ্চারাইজারের কাজ করবে।

>>নরমাল অথবা শুষ্ক ত্বকে অলিভ অয়েলের মাস্ক ব্যবহার করলে আর্দ্রতা বজায় থাকে সেই সঙ্গে ত্বক হয় নরম ও কোমলbs

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy