ফ্রিজে রাখা আদা-রসুন বাটা দীর্ঘদিন সংরক্ষণের সহজ উপায়, দেখেনিন একঝলকে

রোজকার রান্নায় গৃহিণীদের যে মশলা ছাড়া একেবারেই চলে না, তা হল আদা-রসুন বাটা। কেউ কেউ ঝক্কি এড়াতে বাজার থেকে আদা-রসুন বাটার প্যাকেট কিনে আনেন। তবে অনেকেই আবার সেই স্বাদ পছন্দ করেন না। তাদের মতে, বাড়িতে বাটা আদা-রসুনের স্বাদ মোটেই আর প্যাকেটে পাওয়া যায় না! তবে কয়েকটি ফন্দি জানলেই আর রোজ রোজ আদা-রসুন বাটতে হবে না। জেনে নিন কোন নিয়ম মেনে চললেই বেটে রাখা আদা-রসুন মাস খানেক ভালো থাকবে।

১. যে পাত্রে আদা-রসুন বাটা ভরে রাখবেন তা যেন একেবার শুকনো থাকে। আর মিশ্রণটি যেই পাত্রে রাখছেন তাতে যেন কোনো মতেই বায়ু ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে হবে।

২. আদা-রসুন বেটে নিয়ে জিপ লক ব্যাগেও রাখতে পারেন। এতেও মিশ্রণটি দীর্ঘদিন ভালো থাকে। তবে প্যাকেটের মান যেন ভালো হয় সেদিকে লক্ষ রাখবেন।

৩. আদা-রসুন বাটার পর তাতে সামান্য লবণ ও সাদা তেল মিশিয়ে নিতে পারেন। এই পন্থা মেনে চললে মিশ্রণটিতে পচন ধরে না। আর ফ্রিজে রাখলেও মিশ্রণটি জমে যায় না।

৪. ফ্রিজে আদা-রসুন বাটা রেখে দিলে অনেক সময় তাতে সবুজ ভাব এসে যায়। এমনটা যাতে না হয় তার জন্য ভিনেগার ব্যবহার করতে পারেন। ভিনেগার ব্যবহার করলে মিশ্রণটি বেশ অনেক দিন ভালো থাকবে।bs

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy