মঙ্গলবার সন্ধ্যায় অরিজিৎ সিং যখন ঘোষণা করেন যে তিনি আর সিনেমার গান (Playback) গাইবেন না, তখন কার্যত থমকে গিয়েছিল গোটা নেটপাড়া। কোটি কোটি ভক্তের হাহাকারের মাঝেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ফিরে এল ২০১৬ সালের একটি পোস্ট। পোস্টটি ভারতের ক্রিকেট নক্ষত্র বিরাট কোহলির। সেখানে কোহলি সগর্বে দাবি করেছিলেন, “আমিই বোধহয় অরিজিৎ সিংয়ের সবচেয়ে বড় অনুরাগী।”
বিরাট লিখেছিলেন, “ওর গলা আমার হৃদয়কে পরিপূর্ণ করে তোলে। আমি অভিভূত। ওঁর গলার বিবরণ দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই।” আজ অরিজিতের এই কঠিন সিদ্ধান্তের দিনে বিরাটের সেই পুরনো প্রশংসা যেন ভক্তদের হৃদয়ে নতুন করে ক্ষত সৃষ্টি করছে। বিরাটের মতে, অরিজিৎ কেবল সিনেমাই নয়, সাধারণ মানুষের জীবনকেও গভীরভাবে প্রভাবিত করেছেন।
চিন্ময়ী শ্রীপদের স্মৃতিচারণা অরিজিতের সঙ্গে দীর্ঘকাল কাজ করা জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপদও মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ‘তুম হি হো’ মুক্তির আগেই অরিজিৎ তাঁকে বলেছিলেন যে তিনি এই গ্ল্যামার আর আধিপত্য থেকে দূরে সরে যেতে চান। চিন্ময়ীর কথায়, “এত বড় তারকা হয়েও ওর মধ্যে কোনও পরিবর্তন দেখিনি। ও আধ্যাত্মিকতার খুব কাছাকাছি থাকা এক মানুষ। ওর সঙ্গে কাজ করা মানে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাওয়া।