টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার ঠিক আগেই ব্যাটে ঝড় তুলে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে টানা দুটি বিধ্বংসী অর্ধশতরান (অপরাজিত ৮২ এবং ৫৭) করার পুরস্কার পেলেন হাতেনাতে। আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাক্কায় পাঁচ ধাপ উপরে উঠে এলেন সূর্য। বর্তমানে ব্যাটারদের তালিকায় তিনি রয়েছেন সাত নম্বরে। সিরিজের প্রথম তিনটি ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ৩২, ৮২* এবং ৫৭* রান।
ভারতীয় ব্যাটারদের জয়জয়কার শুধু সূর্যতেই সীমাবদ্ধ নেই। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রাজত্ব করছেন অভিষেক যাদব। সিরিজে না খেলেও তিলক বর্মা ধরে রেখেছেন তিন নম্বর স্থান। অন্যান্যদের মধ্যে ঈশান কিষান ৬৪ এবং শিবম দুবে ৯ ধাপ উঠে রয়েছেন ৫৮ নম্বরে। ফিনিশার রিঙ্কু সিং রয়েছেন তালিকার ৬৮ নম্বর স্থানে।
বোলার ও অলরাউন্ডারদের দাপট বোলারদের তালিকায় আফগানিস্তানের মুজিব উর রহমান উঠে এসেছেন ৯ নম্বরে। ভারতীয় বোলারদের মধ্যে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। জসপ্রীত বুমরা রয়েছেন ১৩ নম্বরে এবং রবি বিষ্ণোই ১৯ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় হার্দিক পাণ্ডিয়া রয়েছেন তিন নম্বরে। এছাড়া টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়েও বিরাট কোহলি, রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়ালরা নিজেদের আধিপত্য বজায় রেখেছেন। টেস্ট বোলারদের তালিকায় ১ নম্বর স্থানটি এখনও বুমরার দখলেই।
বিশ্বকাপের আগে দ্রাবিড়ের সতর্কতা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া। তবে ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় দলকে সতর্ক করে দিয়েছেন। তাঁর মতে, ভারত ফেভারিট হিসেবে সেমিফাইনালে উঠবে ঠিকই, কিন্তু নক-আউট পর্বে একটি ‘খারাপ দিন’ সমস্ত স্বপ্ন ভেঙে দিতে পারে। তাই অতি-আত্মবিশ্বাসী না হয়ে নির্দিষ্ট দিনে সেরা পারফরম্যান্স দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।