বলিউডের ‘সিরিয়াস’ অভিনেতা হিসেবে পরিচিত হলেও, ব্যক্তিগত জীবনে যে তিনি কতটা আবেগপ্রবণ ও ফ্যামিলি ম্যান, তার প্রমাণ দিলেন রণদীপ হুডা। খুব শীঘ্রই রণদীপ এবং তাঁর স্ত্রী অভিনেত্রী লিন লেইশ্রমের কোলে আসতে চলেছে নতুন অতিথি। সোমবার মুম্বইয়ে অত্যন্ত ঘরোয়া ও আভিজাত্যপূর্ণ আবহে সম্পন্ন হলো লিনের সাধের অনুষ্ঠান বা ‘বেবি শাওয়ার’। সেই অনুষ্ঠানের একগুচ্ছ মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা মুহূর্তে ভাইরাল।
কেমন ছিল সাধের সাজ? লিনের সাধের অনুষ্ঠানে জাঁকজমকের চেয়ে রুচিশীলতার ছাপ ছিল বেশি। হালকা রঙের ট্র্যাডিশনাল শাড়ি, কপালে ছোট টিপ আর গাঢ় লাল ব্লাউজে ধরা দিয়েছিলেন লিন। তাঁর মুখে ছিল মাতৃত্বকালীন আভা (Pregnancy Glow), যা দেখে মুগ্ধ নেটিজেনরা। অন্যদিকে, রণদীপকে দেখা গেছে একেবারে ক্যাজুয়াল অথচ শান্ত মেজাজে। কখনও লিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, আবার কখনও অতিথিদের সঙ্গে আড্ডায় মেতে ওঠা— সব মিলিয়ে অভিনেতা ছিলেন দারুণ খোশমেজাজে।
ছোট্ট মোজা ও আবেগের মুহূর্ত: অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ছবি ছিল সেটিই, যেখানে রণদীপ ও লিনকে একসঙ্গে একটি ছোট্ট শিশুর মোজা হাতে পোজ দিতে দেখা গেছে। অনাগত সন্তানের অপেক্ষায় এই দম্পতির চোখেমুখে যে আনন্দ ধরা পড়েছে, তা হৃদয় ছুঁয়ে গেছে অনুরাগীদের। ঘরোয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। ফুলেল সাজে সাজানো হয়েছিল গোটা ঘর।
দ্বিতীয় বিবাহবার্ষিকীর সেরা উপহার: উল্লেখ্য, গত বছর মণিপুরি রীতিতে বিয়ে করে খবরের শিরোনামে এসেছিলেন এই তারকা জুটি। কয়েকদিন আগেই নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন তাঁরা প্রথমবার বাবা-মা হতে চলার সুখবর শেয়ার করেন। লিন বরাবরই তাঁর অভিনয় ও স্টাইলের জন্য জনপ্রিয়, আর রণদীপ এখন তাঁর আগামী ছবির কাজের পাশাপাশি হবু স্ত্রীর পুরো খেয়াল রাখছেন। বলিউডের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা— সকলেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন হুডা পরিবারের নতুন সদস্যের আগমনের জন্য।