এবারের প্রজাতন্ত্র দিবসে এক অনন্য ও মানবিক উদ্যোগের সাক্ষী থাকতে চলেছে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু। মানেকশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মূল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাতে পরিবেশন করা হবে জেলবন্দিদের হাতে তৈরি সুস্বাদু খাবার। সোমবারের এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা আস্বাদন করবেন পারাপ্পানা অগ্রহারা জেলের বন্দিদের তৈরি টাটকা বিস্কুট ও কেক।
কারাগারের চার দেওয়ালের অন্ধকার সরিয়ে বন্দিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কর্নাটক সরকার ‘নব সংকল্প’ (Nava Sankalpa) নামক এক অভিনব কর্মসূচি গ্রহণ করেছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। জানা গেছে, পারাপ্পানা অগ্রহারা জেলের মোট ২০ জন বন্দিকে গত এক মাস ধরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে বেকারির কাজে দক্ষ করে তোলা হয়েছে। হায়দরাবাদ থেকে আসা বিশেষজ্ঞ প্রশিক্ষণদাতারা তাঁদের কাপ কেক ও বিভিন্ন ধরনের বিস্কুট তৈরির কৌশল শিখিয়েছেন।
বর্তমানে এই জেলের অন্দরেই তৈরি হচ্ছে উন্নত মানের বেকারি পণ্য। কারা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ কেবল একদিনের অনুষ্ঠানের জন্য সীমাবদ্ধ থাকবে না। বন্দিদের তৈরি এই খাবারগুলো খুব শীঘ্রই সাধারণ বাজারের পাশাপাশি বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মেও বিক্রির জন্য আনা হবে। এর ফলে উপার্জনের পাশাপাশি বন্দিরা আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।
সরকারের এই মহাপরিকল্পনার লক্ষ্য আরও সুদূরপ্রসারী। বেকারির কাজের পাশাপাশি বন্দিদের সেলাই এবং কাপড়ের সূক্ষ্ম কাজও শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের আশা, সাজা শেষ করে জেল থেকে মুক্তি পাওয়ার পর এই দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারবেন। অপরাধের পথ ছেড়ে কর্মসংস্থানের এই দিশা কর্নাটকের জেল সংস্কারের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে।