২০২৬ সালে দাঁড়িয়েও কি মহিলারা নিরাপদ? প্রশ্নটা আবার তুলে দিলেন বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রায়। হরিয়ানার কর্নলে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ শারীরিক হেনস্থার শিকার হতে হল তাঁকে। আর এই ঘটনার প্রতিবাদে এবং বন্ধুর সমর্থনে এবার সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন টলিউড কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মৌনির সঙ্গে হওয়া এই অসভ্যতা শুনে ‘রক্ত ফুটছে’ শুভশ্রীর।
ঘটনাটি ঘটে কর্নলের একটি প্রকাশ্য অনুষ্ঠানে। মৌনি জানিয়েছেন, সেখানে উপস্থিত ‘দাদু হওয়ার বয়সী’ দুই ব্যক্তি তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। অভিযোগ, ছবি তোলার অছিলায় ওই দুই প্রৌঢ় মৌনির কোমরে হাত দেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, অভিনেত্রী প্রতিবাদ করার পরও তাঁরা থামেননি। মঞ্চে যখন মৌনি পারফর্ম করছিলেন, তখন সামনের সারিতে বসে তাঁরা ক্রমাগত অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিকর মন্তব্য করতে থাকেন। বিরক্ত মৌনি স্টেজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলেও পেশাদারিত্বের খাতিরে অনুষ্ঠান শেষ করেন। অবাক করার মতো বিষয় হল, আয়োজকদের কেউই ওই ব্যক্তিদের আটকানোর চেষ্টা করেননি।
এই খবর কানে আসতেই প্রিয় বন্ধুর সমর্থনে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন শুভশ্রী। তিনি লেখেন, “২০২৬-এ এসেও একজন মহিলাকে স্রেফ বস্তু হিসেবে দেখার মানসিকতা বদলাল না। মৌনি, তোমার এই অভিজ্ঞতার কথা শুনে আমার রক্ত রাগে ফুটছে। তুমি যে রুখে দাঁড়িয়েছ, সেটাই সব মহিলাদের জন্য বড় বার্তা।” শুভশ্রী আরও যোগ করেন, সমাজের কোন স্তরের মানুষ এটি করছে সেটা বড় কথা নয়, এই নির্দিষ্ট আচরণটাই বুঝিয়ে দিচ্ছে মহিলারা আজও মালিকানাধীন মনে করা হয়।
উল্লেখ্য, কিছুদিন আগে শুভশ্রী নিজেও সাইবার হেনস্থার শিকার হয়েছিলেন। মেসির সঙ্গে ছবি পোস্ট করার পর কুরুচিকর ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। রাজ চক্রবর্তী সেই ঘটনার প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নিয়েছিলেন। এবার মুম্বইয়ের বন্ধুর অপমানেও চুপ থাকলেন না শুভশ্রী। ২০২৬-এ দাঁড়িয়েও বিনোদন জগতের নক্ষত্ররা যখন এভাবে হেনস্থার শিকার হন, তখন সাধারণ মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থেকে যায়।