বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বন্ধু সেজে ‘পিছন থেকে ছুরি’ মারল পাকিস্তান!

রাজনীতির জটিল প্যাঁচে পড়ে ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ। যে আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ভারত-বিদ্বেষ এবং আইসিসি-কে চাপে ফেলার যে কৌশল ইউনূস সরকার নিয়েছিল, তা কার্যত বুমেরাং হয়ে ফিরল। আইসিসি স্পষ্ট বুঝিয়ে দিল, বিশ্ব ক্রিকেটে কোনো নির্দিষ্ট দল অপরিহার্য নয়। আর এই পুরো ঘটনায় ‘বন্ধুর’ মুখোশ পরে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটি করল পাকিস্তান।

যাবতীয় বিবাদের সূত্রপাত আইপিএলে কেকেআর দল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে। এরপরই বিসিবি দাবি তোলে, নিরাপত্তার অজুহাতে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। ভেন্যু শ্রীলঙ্কায় সরানোর দাবিও তোলা হয়। বিসিসিআই ও আইসিসি নিরাপত্তার পূর্ণ আশ্বাস দিলেও বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে ক্রমাগত উস্কানি দিয়ে আসছিল পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রকাশ্যেই বাংলাদেশের পাশে দাঁড়ানোর নাটক করেন। এমনকি আইসিসি-র ভোটাভুটিতেও দেখা যায়, ১৫টি দেশের মধ্যে কেবল পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। বাকি ১৪টি দেশ ভারতের নিরাপত্তার পক্ষে সায় দেয়।

কিন্তু আসল নাটক শুরু হয় এরপর। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ বয়কট করার ঠিক পরেই ভোল বদলে ফেলে পাকিস্তান। যে পাকিস্তান বাংলাদেশকে সঙ্গে নিয়ে লড়াইয়ের হুঙ্কার দিচ্ছিল, আইসিসি-র আর্থিক নিষেধাজ্ঞা ও নির্বাসনের হুমকির মুখে পড়তেই তারা কুঁকড়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দেয় পিসিবি। অর্থাৎ, বাংলাদেশকে বয়কটের পথে ঠেলে দিয়ে পাকিস্তান ঠিকই ভারতের মাটিতে খেলার প্রস্তুতি সেরে ফেলেছে।

বাংলাদেশের এই অনুপস্থিতিতে কপাল খুলেছে স্কটল্যান্ডের। শেষ মুহূর্তে তারা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান আসলে চতুর কৌশলে ক্রিকেট বিশ্ব থেকে বাংলাদেশের অস্তিত্ব মুছে ফেলার চক্রান্ত করেছিল, যা বুঝতে ব্যর্থ হয়েছে বিসিবি। একদিকে মুস্তাফিজুরকে পিএসএলে খেলার সুযোগ দিয়ে সহানুভূতি দেখানো, আর অন্যদিকে বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে দিয়ে নিজেদের পথ পরিষ্কার করা—পুরো মইটিই কেড়ে নিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিরুদ্ধে মহারণে নামবে পাকিস্তান, অথচ সেই সময় বিশ্বকাপের বাইরে বসে আফসোস করা ছাড়া বাংলাদেশের আর কিছুই করার থাকবে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy