সরস্বতী পুজোয় কি হাড়কাঁপানো ঠান্ডা, নাকি বৃষ্টির ভ্রূকুটি? হাওয়া বদলের বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

হাড়কাঁপানো উত্তুরে হাওয়ার দাপট কি তবে শেষের পথে? আগামীকাল, ২৩ জানুয়ারি সরস্বতী পুজো ও নেতাজির জন্মজয়ন্তীর মহামিলনের দিনে বাংলার আবহাওয়া ঠিক কেমন থাকবে, তা নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কুয়াশার দাপট থাকলেও সপ্তাহান্তেই তাপমাত্রার পারদ চড়ার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

সরস্বতী পুজোয় আবহাওয়ার মতিগতি

আগামীকাল শুক্রবার, সরস্বতী পুজোর সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলার দিকে আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও, হাড়কাঁপানো ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে। তবে পশ্চিমের জেলাগুলোতে (পুরুলিয়া, বাঁকুড়া) এখনও ১০ ডিগ্রির আশেপাশে থাকবে পারদ।

কুয়াশার সতর্কতা ও দৃশ্যমানতা

উত্তরবঙ্গের জেলাগুলিতে—দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ ও দুই চব্বিশ পরগনাতেও ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে।

জোড়া পশ্চিমী ঝঞ্ঝার হানা

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহে নতুন করে দুটি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রবেশ করতে পারে।

  • প্রথম ঝঞ্ঝা: সোমবার (২৬ জানুয়ারি)।

  • দ্বিতীয় ঝঞ্ঝা: বুধবার (২৮ জানুয়ারি)। এর প্রফলে সোমবারের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে জানুয়ারির শেষাশেষি শীতের আমেজ অনেকটাই ফিকে হয়ে আসার সম্ভাবনা।

ঘূর্ণাবর্তের খেল

বর্তমানে রাজস্থান এবং কোমোরিন এলাকায় দুটি পৃথক ঘূর্ণাবর্ত ও বায়ুমণ্ডলের উপরিভাগে সার্কুলেশন রয়েছে। এর জেরেই উত্তুরে হাওয়ার পথে বাধা তৈরি হচ্ছে এবং কুয়াশার প্রকোপ বাড়ছে। কলকাতায় বর্তমানে পারদ ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করলেও, পুজোর রেশ কাটতে না কাটতেই তা ১৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

সব মিলিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার সময় শীতের আমেজ থাকলেও, রোদ বাড়লে প্যাচপ্যাচে গরম না হলেও শীতের কামড় কিন্তু খুব একটা অনুভূত হবে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy