বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে রাজ্য রাজনীতিতে এখন তোলপাড়। বেনারসে হিরণের ‘সিক্রেট ওয়েডিং’-এর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ময়দানে নেমেছেন রাজনীতিকরা। এবার এই ইস্যুতে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের ‘কালারফুল’ বিধায়ক মদন মিত্র। আর তাঁর সেই আক্রমণকে কার্যত নস্যাৎ করে দিয়ে কড়া জবাব দিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
কী বললেন মদন মিত্র?
হিরণের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগেন মদন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “বিজেপি তো মুসলিমদের বহুবিবাহ নিয়ে অনেক কথা বলে। তাহলে হিরণের ক্ষেত্রে কি বিজেপি বহুবিবাহ অ্যালাও (অনুমতি) করে দিল?” তাঁর এই প্রশ্নবাণ যে সোজাসুজি বিজেপির আদর্শকে আক্রমণ করেছে, তা স্পষ্ট।
“রাতের বেলা সানগ্লাস পরেন যিনি…”— রুদ্রনীলের পাল্টা তোপ
মদনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রুদ্রনীল ঘোষ প্রথমেই কটাক্ষ করেন মদন মিত্রের স্টাইলকে। তিনি বলেন, “যিনি রাতের বেলা সানগ্লাস পরে বসে থাকেন, তাঁর কথার কোনো বৈধতা আছে কি না জানি না।” শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও চুরির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “তৃণমূল যে লুট করছে, তার বৈধতা কি মদন মিত্র দিয়েছেন? ওঁর কথা বাদ দেওয়াই ভালো।”
ব্যক্তিগত জীবন বনাম রাজনীতি
হিরণের বিয়ে নিয়ে রুদ্রনীল স্পষ্ট জানিয়ে দেন, প্রেম, বিয়ে বা ডিভোর্স— এগুলো সম্পূর্ণ একজন মানুষের ব্যক্তিগত বিষয়। তাঁর কথায়, “হিরণ নিজের মতো জীবনযাপন করেন। এক্ষেত্রে তিনি কী পদক্ষেপ নেবেন, তার দায় কোনও দলের বা বন্ধুর নয়। আইন মেনে, কাউকে কষ্ট না দিয়ে চলাই জীবন।” রুদ্রনীল মনে করেন, এই ঘটনা নিয়ে যাঁরা রাজনীতি করছেন, তাঁরা সময় নষ্ট করছেন।
হিরণ চট্টোপাধ্যায় নিজে এখনও এই বিষয়ে মুখ খোলেননি। কিন্তু তাঁকে কেন্দ্র করে বাংলার দুই দাপুটে নেতার এই বাকযুদ্ধ এখন সরগরম করছে নেটপাড়া।