‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে ‘চোখের আলো’—১৫ বছরের খতিয়ান নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে ‘উন্নয়নের পাঁচালি’

কলকাতায় আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগে কোমর বেঁধে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। গত ১৫ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে আমূল পরিবর্তন ও উন্নয়ন হয়েছে, তার পূর্ণাঙ্গ খতিয়ান এবার সরাসরি পৌঁছে যাবে শহরবাসীর হাতে। ‘উন্নয়নের পাঁচালি’ শীর্ষক একটি বিশেষ পুস্তিকার ৫ লক্ষ কপি শহর জুড়ে বিতরণের এক মেগা পরিকল্পনা গ্রহণ করেছে ঘাসফুল শিবির।

কাউন্সিলরদের হাতে গুরুদায়িত্ব কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৬টিতেই বর্তমানে তৃণমূলের দাপট। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি তৃণমূল কাউন্সিলরকে তাঁদের নিজ নিজ ওয়ার্ডের ভোটারদের মধ্যে বিলি করার জন্য প্রায় ১,৫০০টি করে পুস্তিকা দেওয়া হবে। ইতিপূর্বেই প্রায় ১ লক্ষ কপি শহরে এসে পৌঁছেছে এবং দ্রুত তা কাউন্সিলরদের হাতে তুলে দেওয়া হবে।

কী থাকছে এই ‘উন্নয়নের পাঁচালি’-তে? এই পুস্তিকায় মূলত রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সাফল্যের কথা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি রয়েছে একটি ৭.১৬ মিনিটের বিশেষ ইউটিউব ভিডিওর লিঙ্ক বা কিউআর কোড। পুস্তিকা ও ভিডিওতে তুলে ধরা হয়েছে—

  • লক্ষ্মীর ভাণ্ডার: রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা।

  • কন্যাশ্রী ও রূপশ্রী: নারী শিক্ষা ও বিবাহে সরকারি সহায়তা।

  • স্বাস্থ্য সাথী: বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা।

  • চোখের আলো: দৃষ্টিশক্তির সুরক্ষায় বিশেষ প্রকল্প।

টার্গেট ভোটার ও প্রভাবশালী ব্যক্তিত্ব কলকাতার প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যা ও ভোটার সংখ্যা অনুযায়ী (১৮ হাজার থেকে ৬০ হাজার) বণ্টনের কৌশল ঠিক করা হয়েছে। এক তরুণ কাউন্সিলর জানিয়েছেন, “আমরা মূলত সেই সব পরিবারকে গুরুত্ব দিচ্ছি যেখানে ভোটার সংখ্যা বেশি। এছাড়াও ওয়ার্ডের প্রভাবশালী ব্যক্তিত্ব, যাঁদের মতামতের গুরুত্ব রয়েছে এলাকায়, তাঁদের কাছে বিশেষভাবে এই সাফল্যের খতিয়ান পৌঁছে দেওয়া হবে।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy