“ভারত নিরাপদ নয়!”-বিশ্বকাপ নিয়ে ICC-র আল্টিমেটামের তোয়াক্কা করল না বাংলাদেশ

২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জট কাটছেই না। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) সাফ জানিয়ে দিয়েছে, খেলতে হলে ভারতেই আসতে হবে। নতুবা অন্য দলকে সুযোগ দেওয়া হবে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই চরম হুঁশিয়ারির (Ultimatum) পর এবার মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতে খেলা নিয়ে তাঁদের অবস্থানে কোনো বদল আসছে না এবং এই বিষয়ে তাঁরা বাংলাদেশ সরকারকে কোনো প্রকার চাপে ফেলবেন না।

ম্যাচ চায় শ্রীলঙ্কায়, অনড় বাংলাদেশ আসলে শুরু থেকেই বাংলাদেশের দাবি ছিল, নিরাপত্তাজনিত কারণে তাঁরা ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে স্বচ্ছন্দ নয়। বিকল্প হিসেবে তাঁরা শ্রীলঙ্কায় ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল। যদিও আইসিসি এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছে। গত কয়েক দফায় বিসিবি-কে বোঝানোর চেষ্টা করা হলেও কোনো সমাধানসূত্র মেলেনি। বরং আইসিসি স্পষ্ট করে দিয়েছে, ১৪-২ ভোটে বাংলাদেশের দাবি নাকচ হয়ে গেছে এবং তাঁদের ভারতেই খেলতে হবে।

বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক আইসিসি-র পক্ষ থেকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর তড়িঘড়ি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন আমিনুল ইসলাম। সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড। ক্রিকেটাররা কি আদেউ ভারতে খেলতে ইচ্ছুক? তা জানার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমিনুলের কথায় আশঙ্কার সুর স্পষ্ট। তিনি মিডিয়াকে বলেন, “আমি মনে করি আইসিসি-র পক্ষ থেকে কোনো ‘চমৎকার’ ঘটবে। কে বিশ্বকাপ খেলতে চায় না? কিন্তু আমাদের কাছে ভারত নিরাপদ নয়। আমরা আমাদের পুরনো অবস্থানেই অনড়।”

সরকারের ওপর দায় চাপাতে নারাজ বোর্ড বিসিবি প্রেসিডেন্ট আরও জানিয়েছেন যে, ক্রিকেটারদের পাশাপাশি দেশের সম্মান ও সরকারের অবস্থানও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সরকারকে আমরা চাপ দিতে চাই না। আইসিসি আমাদের দাবি মানেনি ঠিকই, কিন্তু সরকারকে সব দিক ভেবেই সিদ্ধান্ত নিতে হয়। শুধু ক্রিকেটারদের কথা ভাবলে চলে না।” আমিনুল ইসলামের এই বয়ান থেকেই জল্পনা তীব্র হচ্ছে যে, শেষ পর্যন্ত কি টি-২০ বিশ্বকাপ বয়কট করতে চলেছে বাংলাদেশ? যদি সত্যিই তারা না খেলে, তবে বিশ্বকাপের জৌলুস যেমন কমবে, তেমনই আইসিসি-র সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক এক গভীর সংকটের মুখে পড়বে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy