বঙ্গ রাজনীতির উৎসস্থল সিঙ্গুরে এবার মোদি বনাম মমতার লড়াই চরমে। গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মাটিতে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন, ঠিক তার ১০ দিনের মাথায় সেই একই জায়গায় পাল্টা ‘মেগা শো’ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জানুয়ারি, বুধবার সিঙ্গুরে এই হাই-প্রোফাইল জনসভা ও প্রশাসনিক অনুষ্ঠান হতে চলেছে।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরের মাটিকে ফিরে পাওয়া তৃণমূলের কাছে ‘প্রেস্টিজ ফাইট’। মোদি তাঁর সভায় রাজ্যের আইনশৃঙ্খলা ও শিল্প নিয়ে তোপ দাগলেও, সিঙ্গুরের জন্য কোনো নির্দিষ্ট ঘোষণা না করায় যে সাময়িক হতাশা তৈরি হয়েছে, তাকেই হাতিয়ার করতে চাইছেন মমতা। নবান্ন সূত্রে খবর, এই সভা থেকেই মুখ্যমন্ত্রী ‘বাংলার বাড়ি’ (আবাস যোজনা) প্রকল্পের আওতায় প্রায় ১৬ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রথম কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করবেন। কেন্দ্রের বঞ্চনার পাল্টা হিসেবে রাজ্য সরকার যে নিজের তহবিল থেকে এই টাকা দিচ্ছে, সেই বার্তাটিই তিনি পৌঁছে দেবেন মানুষের কাছে।
এই সভার প্রস্তুতি তদারকি করছেন সিঙ্গুরের ‘ভূমিপুত্র’ তথা মন্ত্রী বেচারাম মান্না। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রীর সভার চেয়েও কয়েক গুণ বেশি মানুষের সমাগম হবে মমতার সভায়। এছাড়া ১১.৩৫ একর জমিতে ৫০০ কোটি টাকার ওয়্যারহাউস প্রকল্প এবং ৮ একর জমির অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল পার্কের মতো উন্নয়নের খতিয়ানও তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে, ২৮ জানুয়ারি সিঙ্গুর থেকে মমতা কী ‘শিল্প-বার্তা’ বা রাজনৈতিক ‘জবাব’ দেন, সেদিকেই নজর গোটা রাজ্যের।