সাধারণ মানুষের জন্য রঙের উৎসবে বড়সড় উপহার নিয়ে এল দিল্লি সরকার। হোলি এবং দীপাবলির সময় দরিদ্র পরিবারগুলোকে স্বস্তি দিতে বিনামূল্যে এলপিজি (LPG) সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে এই জনমুখী প্রকল্পে সিলমোহর দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য সরকারের কোষাগার থেকে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার প্রথম বছর পূর্তি উপলক্ষ্যে এই বড় ঘোষণা করল সরকার। দিল্লির অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রায় ১৭.১৮ লক্ষ রেশন কার্ড হোল্ডার এই সুবিধার আওতায় আসবেন। ইতিধ্যেই উপভোক্তা চিহ্নিতকরণ এবং যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রশাসন। মূলত গণবন্টন ব্যবস্থার (PDS) অন্তর্ভুক্ত দরিদ্র পরিবারগুলিকেই এই বিশেষ উপহার দেওয়া হবে।
সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা: সরকার জানিয়েছে, সুবিধাভোগীদের হাতে সরাসরি সিলিন্ডার তুলে দেওয়ার বদলে নগদ অর্থ প্রদান করা হবে। সিলিন্ডারের বাজারমূল্য অনুযায়ী প্রায় ৮৫০ টাকা সরাসরি উপভোক্তার আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পাঠিয়ে দেওয়া হবে। সেই টাকা দিয়ে পরিবারগুলি স্থানীয় গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার সংগ্রহ করতে পারবে। উত্তরপ্রদেশের ধাঁচেই দিল্লিতে এই স্বচ্ছ পদ্ধতি গ্রহণ করা হয়েছে যাতে কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নিতে না পারে। উৎসবের মরসুমে সাধারণ মানুষের রান্নাঘরের দুশ্চিন্তা কমাতে এই পদক্ষেপ নিশ্চিতভাবেই কার্যকর হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।