“নীতিন নবীন আমার বস!” নতুন বিজেপি সভাপতির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদী

ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নীতিন নবীন। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তাঁর নাম ঘোষণা করা হয়। এই বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী কেবল নীতিন নবীনকে অভিনন্দনই জানাননি, বরং তাঁকে “নিজের বস” বলে সম্বোধন করে দলের সাংগঠনিক কাঠামোর গুরুত্ব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “বাইরের মানুষের কাছে আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু দলের ভেতরে নীতিন নবীনজি আমার সভাপতি এবং আমার বস। বিজেপিতে পদ বড় কথা নয়, শৃঙ্খলা এবং আদর্শই আসল।” তিনি আরও যোগ করেন যে, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদভানি থেকে শুরু করে রাজনাথ সিং, অমিত শাহ এবং জেপি নাড্ডার হাত ধরে দল আজ যে উচ্চতায় পৌঁছেছে, নীতিন নবীন তাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

নীতিন নবীনের দক্ষতা ও ব্যবহারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “নীতিনজির সারল্যই তাঁর সবচেয়ে বড় শক্তি। যুব মোর্চার দায়িত্ব পালন হোক বা ছত্তিশগড় ও বিহারের মতো রাজ্যের সাংগঠনিক কাজ—সবক্ষেত্রেই তিনি নিজেকে প্রমাণ করেছেন।” তবে নতুন সভাপতির সামনে কেবল দল চালানো নয়, এনডিএ (NDA) জোটের শরিকদের সঙ্গে সঠিক তালমেল বজায় রাখার বড় দায়িত্বও থাকছে বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy