ঝোড়ো ইনিংস খেলে এবার ডাগআউটের পথে কনকনে শীত। জানুয়ারি শেষ হওয়ার আগেই পিচ ছাড়ছে হাড়কাঁপানো ঠান্ডা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শীতপ্রেমীদের জন্য সময়টা খুব একটা সুখকর নয়। উত্তুরে হাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে হু হু করে বাড়ছে পারদ।
কেন বাড়ছে তাপমাত্রা? হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতেও একটি শক্তিশালী ঝঞ্ঝা অবস্থান করছে। এর পাশাপাশি কোমোরিন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং অসম, উত্তরপ্রদেশ ও রাজস্থানের উপর বায়ুমণ্ডলীয় গোলযোগের কারণে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ বাধা পাচ্ছে। ফলে শীতের আমেজ কমে গিয়ে গরম অনুভূত হতে শুরু করেছে।
চলতি সপ্তাহের পূর্বাভাস: গত রবিবার পর্যন্ত শীতের একটা রেশ থাকলেও সোমবার থেকে চিত্রটা বদলাতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। কলকাতায় ভোরের দিকে সামান্য শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে।
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? বাঙালির ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ সরস্বতী পুজোয় এবার আর ভারী শীতের পোশাকের প্রয়োজন নাও পড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পাকাপাকিভাবে বিদায় নিতে পারে এবারের শীত। যদিও পাহাড়ের জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং বা কালিম্পং-এ শীতের দাপট বজায় থাকবে, তবে শিলিগুড়ি বা মালদায় আবহাওয়া দ্রুত উষ্ণ হবে।
তবে তাপমাত্রার এই খামখেয়ালিপনার মধ্যেই দোসর হিসেবে থাকছে ঘন কুয়াশা। বিশেষ করে ভোরের দিকে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।