প্রজাতন্ত্র দিবসের আগেই যুদ্ধ শুরু! ‘বর্ডার ২’-এর অগ্রিম বুকিংয়ে সানি দেওলের তোপ, চুরমার রেকর্ড

২৯ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় ফিরছে ভারতের আইকনিক যুদ্ধ-মহাকাব্য ‘বর্ডার’। আগামী ২৩শে জানুয়ারি মুক্তি পেতে চলা ‘বর্ডার ২’ ছবিটিকে ঘিরে দেশজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা বক্স অফিসের সমস্ত পুরনো রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছে। অগ্রিম বুকিং শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভারতজুড়ে পিভিআর (PVR), আইনক্স (INOX) এবং সিনেপোলিসের মতো মাল্টিপ্লেক্স চেইনে টিকিটের হাহাকার শুরু হয়েছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনেই ছবিটির ৭৩,০০০-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। স্যাকনিল্কের তথ্য বলছে, এখনও পর্যন্ত ১১,০৪২টি শো-এর মাধ্যমে ছবিটির ঝুলিতে ঢুকেছে প্রায় ৭.২৯ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, মুক্তির দিনে এই অঙ্ক ৪০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সানি দেওলের চিরচেনা সেই গর্জন আর দেশপ্রেমের আবেগে ভাসছে নেটপাড়া। ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বর্ডার ২’।

এবারের ছবিতে মেজর কুলদীপ সিং ওরফে সানি দেওলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টিকে। ১৯৬৫ এবং ১৯৭১ সালের যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি দর্শকদের আবারও সেই পুরনো দেশাত্মবোধের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে। ‘গদর ২’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সানি দেওলের এই মেগা প্রজেক্টটি যে খুব সহজেই ৫০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে, তা নিয়ে বাজি ধরছেন খোদ চলচ্চিত্র সমালোচকরাও। প্রজাতন্ত্র দিবসের লম্বা উইকএন্ডে বক্স অফিসে যে বড়সড় ধামাকা হতে চলেছে, অগ্রিম বুকিং তারই আগাম বার্তা দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy