“আমায় একা থাকতে দিন, মিথ্যে অপবাদ বন্ধ করুন!” বিবাহবিচ্ছেদ ও আর্থিক প্রতারণা নিয়ে বিস্ফোরক মেরি কম

ভারতের কিংবদন্তি বক্সার এবং অলিম্পিক পদকজয়ী এমসি মেরি কম তাঁর জীবনের ‘সবচেয়ে অন্ধকার অধ্যায়’ নিয়ে মুখ খুললেন। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম অভিযোগ করেছেন যে, স্বামী ওনলারের সঙ্গে বিচ্ছেদ, ভয়াবহ আর্থিক সংকট এবং তাঁর চরিত্র নিয়ে কুরুচিকর আক্রমণ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। ৪৩ বছর বয়সী এই ক্রীড়া আইকন জানান, দীর্ঘদিন চুপ থাকার পর তাঁর নীরবতাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে দেখেই তিনি সত্য সামনে আনার সিদ্ধান্ত নিয়েছেন।

পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেরি কম জানান, ২০২২ সালের কমনওয়েলথ গেমসের আগে যখন তিনি গুরুতর চোট পেয়ে শয্যাশায়ী ছিলেন, তখনই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। তিনি অভিযোগ করেন, ওনলার তাঁর অজান্তে মেরি কমের নামে থাকা কোটি কোটি টাকার সম্পত্তি নিজের নামে করে নিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন। এমনকি তাঁর কষ্টের উপার্জনে কেনা জমিও হাতছাড়া হয়ে গেছে বলে তিনি দাবি করেন। মেরি কম বলেন, “যাকে আমি সবথেকে বেশি বিশ্বাস করেছিলাম, সেই মানুষটিই আমাকে ঠকিয়েছে।”

২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হলেও সামাজিক মাধ্যমে তাঁকে ‘লোভী’ এবং ‘কুচক্রী’ হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে বলে তিনি ক্ষোভ উগরে দেন। মেরি কম বলেন, “আমার সব সাফল্যের কী দাম থাকল? আমাকে ভিলেন বানানোর জন্য আমাদের ব্যক্তিগত কথা সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি শুধু শান্তি চাই।” বর্তমানে চার সন্তানের জননী মেরি কম পুলিশের কাছে না গিয়ে নিজের মতো করে জীবন পুনর্গঠনের চেষ্টা করছেন। বিজ্ঞাপনী প্রচার ও জনসমক্ষে উপস্থিতির মাধ্যমে তিনি পুনরায় ঘুরে দাঁড়াতে লড়ছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy