“সভ্যতার সাহসের গর্বিত প্রতীক সোমনাথ!” গুজরাটে পৌঁছেই আবেগঘন বার্তা প্রধানমন্ত্রী মোদীর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সন্ধ্যায় গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরে পৌঁছানোর পর এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিন দিনের গুজরাট সফরের শুরুতে সোমনাথে পৌঁছে তিনি এই পবিত্র মন্দিরকে ‘আমাদের সভ্যতার সাহসের এক গর্বিত প্রতীক’ হিসেবে অভিহিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “সোমনাথে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটি আমাদের সভ্যতার সাহসের এক গর্বিত প্রতীক। ১০২৬ সালে সোমনাথ মন্দিরে প্রথম আক্রমণের পর এক হাজার বছর পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এ অংশ নিতে পেরে আমি কৃতজ্ঞ।”

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, শত শত বছর ধরে বারবার ধ্বংসলীলা চললেও ভারতের অটুট বিশ্বাস এবং সংকল্পই এই মন্দিরকে বারবার পুনর্নির্মাণ করেছে। তিনি বলেন, “সোমনাথের কাহিনী কেবল একটি মন্দিরের কাহিনী নয়, এটি ভারতমাতার সেই অগণিত সন্তানদের অদম্য সাহসের কাহিনী যারা আমাদের সংস্কৃতি ও সভ্যতাকে রক্ষা করেছেন।”

উল্লেখ্য, ১০২৬ সালে সুলতান মাহমুদ গজনভি সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন। সেই ঘটনার ১০০০ বছর পূর্তি এবং স্বাধীনতার পর ১৯৫১ সালে সর্দার প্যাটেলের উদ্যোগে মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্তমানে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শনিবার রাতে মন্দিরে ‘ওঁকার মন্ত্র’ জপ এবং একটি বিশেষ ড্রোন শো-তে অংশ নেন। আগামীকালের কর্মসূচিতে তিনি ‘শৌর্য যাত্রা’ এবং বিশেষ পুজোয় অংশ নেবেন বলে জানা গেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy