ধূমপান মানেই আমরা হার্ট বা ফুসফুসের ক্ষতির কথা ভাবি। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, ধূমপান আপনার চোখের চিরস্থায়ী ক্ষতি করে আপনাকে অন্ধত্বের দিকে ঠেলে দিতে পারে। সিগারেটের বিষাক্ত রাসায়নিক রক্ত সঞ্চালনের মাধ্যমে চোখের সূক্ষ্ম টিস্যুগুলোতে পৌঁছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে।
চক্ষু বিশেষজ্ঞদের মতে, ধূমপায়ীদের ক্ষেত্রে ছানি (Cataract) পড়ার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে তিনগুণ বেশি। এছাড়া বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি লোপ বা ম্যাকুলার ডিজেনারেশন (AMD)-এর অন্যতম প্রধান কারণ ধূমপান। এর ফলে রেটিনার কেন্দ্রীয় অংশ নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, ধূমপানের ফলে চোখের জল শুকিয়ে গিয়ে ড্রাই আই সিনড্রোম তৈরি হয় এবং অপটিক নার্ভের ক্ষতি হওয়ায় গ্লুকোমার ঝুঁকিও বেড়ে যায়। চিকিৎসকদের স্পষ্ট বার্তা—চোখের জ্যোতি দীর্ঘস্থায়ী করতে ধূমপান ত্যাগ করার কোনো বিকল্প নেই।