ক্যানসারের অসহ্য যন্ত্রণার আসল কারণ কী? এই লক্ষণগুলো চেনা থাকলে বাঁচতে পারে প্রাণ!

ক্যানসার মানেই এক অসহ্য যন্ত্রণার লড়াই। কিন্তু এই ব্যথার আসল কারণ কী? চিকিৎসকদের মতে, ক্যানসারের ব্যথা মূলত তিনভাবে শরীরে প্রভাব ফেলে। প্রথমত, টিউমার যখন বাড়তে থাকে, তখন তা পার্শ্ববর্তী হাড়, স্নায়ু বা শরীরের অন্য অঙ্গের ওপর প্রবল চাপ সৃষ্টি করে, যা থেকে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। দ্বিতীয়ত, ক্যানসার কোষ থেকে নিঃসৃত কিছু রাসায়নিক শরীরের টিস্যুতে প্রদাহ তৈরি করে। আর তৃতীয়ত, কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও শরীরে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে।

বিশেষজ্ঞরা ক্যানসারের ব্যথাকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করেছেন। হাড় বা পেশির ব্যথাকে বলা হয় ‘সোমাটিক পেইন’, যা নির্দিষ্ট এক জায়গায় অনুভূত হয়। অভ্যন্তরীণ অঙ্গের ব্যথাকে বলা হয় ‘ভিসারাল পেইন’, যা সাধারণত পেটে বা বুকে ছড়িয়ে পড়ে। এছাড়া স্নায়ুর ক্ষতির কারণে যে জ্বালাপোড়া বা ঝিনঝিন হয়, তাকে বলে ‘নিউরোপ্যাথিক পেইন’। চিকিৎসকদের পরামর্শ, ব্যথার ধরন বুঝে সঠিক সময়ে প্যালিয়েটিভ কেয়ার বা ব্যথানাশক চিকিৎসা নিলে রোগীর কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy