পেঁপে হজমের জন্য মহৌষধ হলেও সবার শরীরের জন্য এটি আশীর্বাদ নয়। চিকিৎসকদের মতে, নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় পেঁপে খাওয়া উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য কাঁচা বা আধা-পাকা পেঁপে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এতে থাকা ‘ল্যাটেক্স’ জরায়ুর সংকোচন ঘটিয়ে অকাল গর্ভপাতের কারণ হতে পারে।
এছাড়া যাদের হার্টের ছন্দহীনতার সমস্যা রয়েছে বা যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য পেঁপে বিপদের কারণ হতে পারে। এতে থাকা ‘প্যাপাইন’ এনজাইম ওষুধের প্রভাবে রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীদের ক্ষেত্রে পেঁপে অ্যালার্জির উদ্রেক করতে পারে। এমনকি কিডনিতে পাথর থাকলে অতিরিক্ত পেঁপে খাওয়া পাথর জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। তাই সুস্থ থাকতে আপনার শারীরিক অবস্থা বুঝে তবেই পেঁপে খাওয়ার সিদ্ধান্ত নিন।