রাজস্থানের জয়পুর শহরের সাংবাদিক কলোনি এলাকা শুক্রবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল। একটি দ্রুতগতির বিলাসবহুল অডি গাড়ির বেপরোয়া গতির বলি হলেন অন্তত ১৪ জন সাধারণ মানুষ। দাদরা-নগর হাভেলি নম্বরের ওই ঘাতক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে এবং তারপর একের পর এক হকারদের ঠেলাগাড়িকে পিষে দিয়ে এগিয়ে যায়।
রাত সাড়ে ন’টা নাগাদ যখন জনজীবন স্বাভাবিক ছিল, ঠিক তখনই তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অডি গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে ডিভাইডারে ধাক্কা লাগার পর তা কার্যত উড়তে উড়তে গিয়ে রাস্তার ধারে থাকা ঠেলাগাড়িগুলোর ওপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকা চিৎকার আর আর্তনাদে ভরে যায়। রক্তাক্ত অবস্থায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকেন জখম ব্যক্তিরা। রাস্তার ওপর ছিটকে পড়ে ঠেলাগাড়ির মালপত্র।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা এবং দোকানদাররা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পুলিশ সূত্রে খবর, জখম ১৪ জনের মধ্যে আট জনকে জয়পুরিয়ার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চার জনকে একটি বেসরকারি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।
জয়পুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়িটিকে আটক করেছে। চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা— তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পুনর্গঠন করার চেষ্টা করছেন তদন্তকারীরা। সাংবাদিক কলোনির মতো জনবহুল এলাকায় এমন ভয়াবহ দুর্ঘটনা পথনিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।