টলিউডের ‘রাজার রাজা’ দেবের মোট সম্পত্তির পরিমাণ কত? হলফনামার তথ্য ফাঁস

তিনি একদিকে টলিউডের সুপারস্টার, অন্যদিকে ঘা সালের দাপুটে সাংসদ। তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে দীপক অধিকারী ওরফে দেবের পরিচিতি একজন ‘মাটির মানুষ’ হিসেবেই। কিন্তু এই মেগাস্টারের সাম্রাজ্য ঠিক কতটা বড়? ২০২৪-এর নির্বাচনী হলফনামা এবং বর্তমান আর্থিক পরিসংখ্যান অনুযায়ী দেবের সম্পত্তির হিসাব অবাক করার মতো।

কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে সুপারস্টার: দেবের শিক্ষাগত যোগ্যতা

অনেকেই হয়তো জানেন না, টলিপাড়ার এই হ্যান্ডসাম হিরো কারিগরি বিদ্যায় বেশ দক্ষ। পুনের ভারতীয় বিদ্যাপীঠ জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা করেছেন তিনি। বর্তমানে ৪৩ বছর বয়সী এই অভিনেতা নিজের প্রযোজনা সংস্থাও সাফল্যের সঙ্গে সামলাচ্ছেন।

ব্যাঙ্ক ব্যালেন্স ও সম্পত্তির খতিয়ান (হলফনামা অনুযায়ী):

দেবের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৭ কোটি ১৩ লক্ষ টাকার বেশি। একনজরে দেখে নিন তাঁর সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ হিসাব:

  • বার্ষিক আয়: ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল প্রায় ৫ কোটি টাকা।

  • ব্যাঙ্ক আমানত: ব্যাঙ্কে জমা রয়েছে ১০ কোটি ২০ লক্ষ টাকার বেশি।

  • গাড়ি ও গয়না: অভিনেতার কাছে ১ কোটি ১২ লক্ষ টাকার দামী গাড়ি এবং প্রায় ৫০ লক্ষ টাকার গয়না রয়েছে।

  • বাড়ি ও অফিস: একাধিক স্থাবর সম্পত্তির বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৭২ লক্ষ টাকা।

  • বীমা ও বিনিয়োগ: এলআইসি ও শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

২০২৬-এর ধামাকা: দেবের ঝুলিতে বড় চমক!

চলতি বছর দেবের ভক্তদের জন্য থাকছে একগুচ্ছ সারপ্রাইজ। ২০২৬-এর ক্যালেন্ডারে দেবের তিন-তিনটি মেগা প্রজেক্ট মুক্তির অপেক্ষায়: ১. বাইক অ্যাম্বুলেন্স দাদা: মুক্তি পাবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। ২. টনিক ২: বাঙালির আবেগের ‘টনিক’ ফিরছে সিক্যুয়েল নিয়ে। ৩. খাদান ২: কয়লা খনির অ্যাকশন প্যাকড ড্রামা আবার পর্দায় ঝড় তুলবে।

সবচেয়ে বড় খবর: দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। চলতি বছরের দুর্গাপুজোয় দেবের ৫১তম ছবিতে এই জুটির ভরপুর রোম্যান্স দেখা যাবে। তবে সেটি ‘টনিক ২’ না কি নতুন কোনো প্রজেক্ট, তা নিয়ে সাসপেন্স বজায় রেখেছেন প্রযোজক দেব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy