‘শুভমান নিজেকে সময় দেয়, অভিষেক তাড়াহুড়ো করে’—দুই তারকার তুলনা টেনে বড় মন্তব্য যুবরাজ সিং-এর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে শুভমান গিল অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও, টি-২০ দল থেকে তাঁর বাদ পড়া এবং অভিষেকের সুযোগ পাওয়া নিয়ে ক্রিকেট মহলে জোর জল্পনা চলছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন তাঁদের মেন্টর যুবরাজ সিং। যুবি স্পষ্ট জানিয়েছেন যে, প্রতিভার বিচারে অভিষেক শর্মা অনবদ্য হলেও ধারাবাহিকতার প্রশ্নে শুভমান গিল অনেকটাই এগিয়ে।

যুবরাজের মতে, শুভমান অনেক বেশি পরিশ্রমী এবং নিজের ইনিংস গড়তে সময় নিতে জানেন। অন্যদিকে, অভিষেক খুব কম বলে সেঞ্চুরি করার তাড়না থেকে উইকেট হারিয়ে ফেলেন। যুবি বলেন, “অভিষেক প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গিল জানে কখন নিজেকে সময় দিতে হয়। আমি অভিষেককে বলেছি ধারাবাহিক হতে হলে ৫০-৫৫ বলে সেঞ্চুরি করার অভ্যাস করতে হবে।” প্রসঙ্গত, ১১ জানুয়ারি থেকে কিউয়িদের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হতে চলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy