ভোটার তালিকা সংশোধনে অলৌকিক কাণ্ড! ২৮ বছর পর ‘মৃত’ কাকা ফিরলেন বাড়িতে, SIR-এর ম্যাজিক?

পশ্চিমবঙ্গে বর্তমানে চর্চার কেন্দ্রে রয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে থাকলেও, উত্তরপ্রদেশের মুজাফ্‌ফরনগরে এটি এক অবিশ্বাস্য মানবিক বিস্ময় উপহার দিল। প্রায় তিন দশক আগে নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যক্তি, যাঁকে তাঁর পরিবার বহু আগেই মৃত বলে ধরে নিয়েছিল, তিনি সশরীরে ফিরে এলেন নিজের ভিটেয়। নেপথ্যে সেই ভোটার কার্ডের নথিপত্র সংশোধনের তাগিদ।

মুজাফ্‌ফরনগরের বাসিন্দা শরিফ আহমেদ ১৯৯৭ সালে আচমকাই নিখোঁজ হয়ে যান। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন। কিন্তু দীর্ঘ ২৮ বছর পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ না থাকায় তাঁর চার কন্যা ও আত্মীয়রা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে শরিফ আর বেঁচে নেই। কিন্তু গত ২৯ ডিসেম্বর সবাইকে চমকে দিয়ে ৭৯ বছরের শরিফ হাজির হন নিজের পুরনো বাড়িতে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য তাঁর পুরনো ঠিকানার নথির প্রয়োজন ছিল, আর সেই টানেই তিনি ফিরে আসেন জন্মভূমিতে।

শরিফের ভাইপো ওয়াসিম আহমেদ আবেগের সঙ্গে জানান, “আমরা পশ্চিমবঙ্গে গিয়েও ওঁকে খুঁজে পাইনি। বাবা, কাকা মারা গেছেন—সবাই ভেবেছিল উনিও আর নেই। হঠাৎ ওঁকে সামনে দেখে আমাদের চোখে জল চলে আসে।” যদিও অনেক কাছের মানুষকে আর দেখতে পাননি শরিফ, তবুও পরিবারের পুনর্মিলন যেন এক অলৌকিক ঘটনা। বর্তমানে মেদিনীপুরে বসবাসকারী শরিফ তাঁর প্রয়োজনীয় নথি নিয়ে ফের ফিরে গিয়েছেন নিজের বর্তমান সংসারে। রাজ্যে ৫৮ লক্ষ নাম বাদ পড়া নিয়ে যখন বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই SIR-এর এই মানবিক গল্প যেন এক চিলতে রুপোলি রেখা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy