নতুন বছরেই সুখবর দিলেন প্রভাত-কন্যা! টলিপাড়ার জনপ্রিয় একতার জীবনে এবার নতুন কোন অধ্যায়?

নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় খুশির হাওয়া! মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় পোস্টার ডিজাইনার এবং চিত্রনাট্যকার একতা ভট্টাচার্য। কিংবদন্তি পরিচালক প্রভাত রায়ের কন্যা একতা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেছেন। একটি খেলনা ঘোড়ার ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, ২০২৬ সালে তাঁদের পরিবারে আসতে চলেছে এক নতুন সদস্য। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি।

ব্যক্তিগত জীবনে একতা এবং তাঁর স্বামী অর্ণেশ মিত্রের যাতায়াত মূলত কলকাতা ও হায়দরাবাদের মধ্যে। তবে জীবনের এই বিশেষ সময়ে একতা এখন কলকাতাতেই রয়েছেন। এই খবরে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত স্বয়ং প্রভাত রায়। সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ প্রকাশ করে তিনি লিখেছেন, “আমি দাদু হতে চলেছি।” একতাও স্বীকার করেছেন যে, তাঁর ‘বাবি’র খুশির আর কোনো সীমা নেই। এই আনন্দের মাঝেই বাবা ও মেয়ে জুটি বেঁধে ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর প্রভাত রায় ফিরছেন পরিচালনায়, আর তাঁর সেই ছোট ছবির চিত্রনাট্য ও প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন একতা।

পেশাগত জীবনে একতা ভট্টাচার্য এখন টলিউডের ‘পোস্টার কুইন’। তাঁর হাতের ছোঁয়ায় সিনেমার গল্প কথা বলে ওঠে। শুধুমাত্র বাংলা ছবি নয়, বলিউডেও নিজের সাফল্যের ছাপ রেখেছেন তিনি। সোনাক্ষী সিংহ অভিনীত ‘নিকিতা রয়’ ছবির পোস্টার ডিজাইন করে তিনি মুম্বইয়ের ফিল্মি মহলেও সাড়া ফেলেছেন। বর্তমানে নিজের কেরিয়ার এবং মাতৃত্বের নতুন সফর—উভয়কেই সমানতালে সামলাচ্ছেন একতা। নতুন বছরে এই দ্বিগুণ প্রাপ্তিতে খুশি একতার অনুরাগী থেকে শুরু করে গোটা টলিউড পরিবার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy