ইংরেজি নববর্ষের প্রথম সকালেই নাশকতার বড়সড় ছক বানচাল করল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (LoC) পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করল একটি পাকিস্তানি ড্রোন। কড়া নিরাপত্তার বেষ্টনী ভেঙে প্রায় ৫ মিনিট ভারতীয় আকাশসীমায় অবস্থান করে ড্রোনটি। খাড়ি কর্মদা এলাকায় সন্দেহজনক বিস্ফোরক (IED), প্রচুর গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদক ফেলে দিয়ে সেটি পুনরায় পাকিস্তানে ফিরে যায়।
ঘটনাটি জানাজানি হতেই গোটা সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেনা সূত্রে খবর, ড্রোনের ফেলে যাওয়া প্যাকেট থেকে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) এবং প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। এই ড্রোন অপারেশনের একটি ভিডিও হাতে এসেছে তদন্তকারীদের, যা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ডোডো ও কিশতওয়ারের গভীর জঙ্গলে জৈশ-ই-মহম্মদ (JeM) জঙ্গি গোষ্ঠীর দুটি পৃথক দলের গতিবিধি টের পেয়েছেন গোয়েন্দারা। খবর পাওয়া মাত্রই ভারতীয় সেনার ‘রোমিও ফোর্স’ এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে বিশাল ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ (CASO) শুরু করেছে। আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি প্রশিক্ষিত স্নিফার ডগ নিয়ে চালানো হচ্ছে তল্লাশি। উৎসবের আবহে বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পাঠানকোাট-জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। কাঠুয়া থেকে উধমপুর পর্যন্ত প্রতিটি যানবাহনে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।