নতুন বছরে রেল যাত্রীদের জন্য দারুণ উপহার নিয়ে এল ভারতীয় রেল। ট্রেনের টিকিট কাটার জন্য স্টেশনের কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর দিন এবার অতীত। এখন থেকে স্মার্টফোনেই কয়েকটা ক্লিকে টিকিট কাটার পাশাপাশি পাওয়া যাবে বিশেষ ডিসকাউন্ট। ডিজিটাল ইন্ডিয়া মিশনকে আরও শক্তিশালী করতে এবং যাত্রীদের অনলাইন টিকিটে উৎসাহিত করতে ‘রেলওয়ান’ (RailOne) অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে ৩ শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই বিশেষ অফারটি আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। মূলত অসংরক্ষিত (Unreserved) টিকিটের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে। যাত্রীরা যদি ইউপিআই (UPI), ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করেন, তবেই টিকিটের মূল দামের ওপর সরাসরি ৩ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এছাড়া যারা ‘আর-ওয়ালেট’ (R-Wallet) ব্যবহার করে পেমেন্ট করবেন, তাদের জন্য ৩ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে।
উল্লেখ্য, ‘রেলওয়ান’ অ্যাপটি রেল যাত্রীদের জন্য একটি কমপ্লিট সলিউশন। এই অ্যাপের মাধ্যমে সংরক্ষিত (Reserved), অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিট কাটার পাশাপাশি ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাকিং, পিএনআর স্টেটাস চেক করা, খাবার বুকিং এবং অভিযোগ জানানোর মতো সুবিধাও পাওয়া যায়। নতুন বছরের শুরুতেই রেলের এই মেগা ডিসকাউন্ট অফার সাধারণ মানুষের পকেটের চাপ কিছুটা হলেও কমাবে বলে মনে করা হচ্ছে।