নতুন বছর মানেই মানালি, সিমলা কিংবা গোয়ার সমুদ্রসৈকতে পর্যটকদের থিকথিকে ভিড়। কিন্তু আপনি যদি কোলাহল এড়িয়ে প্রকৃতির নির্জনে বছরের প্রথম সকালটা কাটাতে চান, তবে আপনার জন্য অপেক্ষা করছে ভারতের কিছু অনিন্দ্যসুন্দর ‘অফবিট’ জায়গা। যেখানে সৌন্দর্য আছে ষোলো আনা, কিন্তু নেই চেনা পর্যটনকেন্দ্রের ঘিঞ্জি পরিবেশ। মন সতেজ করতে এবারের ছুটিতে আপনার গন্তব্য হতে পারে এই ৫টি শান্ত জায়গা:
১. তাওয়াং, অরুণাচল প্রদেশ: বরফে ঢাকা পাহাড় আর বৌদ্ধ মঠের ঘণ্টা ধ্বনিতে এখানে শুরু হয় সকাল। শান্ত হ্রদ আর নির্মল বাতাস আপনার মনে প্রশান্তি এনে দেবে। সপ্তাহখানের ছুটি নিয়ে ঘুরে আসুন ভারতের এই লুকানো রত্ন থেকে।
২. চোপতা, উত্তরাখণ্ড: একে বলা হয় ভারতের ‘মিনি সুইজারল্যান্ড’। খুব বেশি ভিড় নেই, রয়েছে ট্রেকিংয়ের রোমাঞ্চ। পাহাড়ের কোলে বরফপাতের মাঝে নতুন বছর কাটানোর জন্য চোপতা অতুলনীয়। দিল্লি থেকে এক রাতেই পৌঁছে যাওয়া যায় এখানে।
৩. জিরো ভ্যালি, অরুণাচল প্রদেশ: প্রকৃতিপ্রেমীদের জন্য এটি স্বর্গ। সবুজ পাহাড় আর স্থানীয় সংস্কৃতির মেলবন্ধনে সরল জীবনযাপনের স্বাদ নিতে হলে জিরো ভ্যালি সেরা। ৭ দিনের ছুটি নিয়ে এখানকার শান্ত পরিবেশে নিজেকে হারিয়ে ফেলুন।
৪. গোকর্ণ, কর্ণাটক: সমুদ্র ভালোবাসেন কিন্তু গোয়ার ভিড় অপছন্দ? তবে গোকর্ণ আপনার জন্য। শান্ত সৈকতে সূর্যাস্ত আর আধ্যাত্মিক পরিবেশের মিশেলে এক অন্যরকম বর্ষবরণ হবে এখানে। ২-৩ দিনের ছোট ট্রিপের জন্য এটি আদর্শ।
৫. মাজুলি, আসাম: বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি আজও পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে। ব্রহ্মপুত্র নদ আর সাংস্কৃতিক ঐতিহ্যের মাঝে শান্ত গ্রামে নতুন বছরকে স্বাগত জানানো এক স্মরণীয় অভিজ্ঞতা হবে।
এছাড়াও রাজকীয় অনুভূতি পেতে রাজস্থানের মান্ডওয়া ঘুরে আসতে পারেন। দুর্গ আর হেরিটেজ হোটেলের শান্ত পরিবেশে ভিড় এড়িয়ে আভিজাত্যের ছোঁয়ায় কাটবে আপনার নতুন বছর।