শুভমন গিলকে ছাপিয়ে যাওয়ার সুযোগ! বছরের শেষ ম্যাচে বিশ্বরেকর্ডের মুখে স্মৃতি মন্ধনা

ক্রিকেটের বাইশ গজে ভারত তথা বিশ্ব ক্রিকেটে এখন একটাই নাম— স্মৃতি মন্ধনা। গত রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে দ্রুততম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক আঙিনায় ১০,০০০ রানের পাহাড় ছুঁয়েছেন তিনি। কিন্তু রেকর্ড গড়ার নেশা যেন কিছুতেই কাটছে না এই বাঁ-হাতি ওপেনারের। মঙ্গলবার লঙ্কাবাহিনীর বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে তাঁর সামনে রয়েছে এক অনন্য সুযোগ। মহিলা-পুরুষের ভেদাভেদ মুছে দিয়ে ২০২৫ ক্যালেন্ডার বর্ষে বিশ্বের সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার হাতছানি এখন মন্ধনার সামনে।

শুভমন গিল বনাম স্মৃতি মন্ধনা: লড়াই যখন সমানে সমান চলতি বছরে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ মিলিয়ে ভারতীয় পুরুষ দলের তারকা শুভমন গিল ১৭৬৪ রান করে তালিকার শীর্ষে রয়েছেন। তাঁর ঠিক পেছনেই স্মৃতি মন্ধনা। আপাতত স্মৃতির ঝুলিতে রয়েছে ১৭০৩ রান। অর্থাৎ, আজ তিরুবনন্তপুরমে আর মাত্র ৬২ রান করতে পারলেই শুভমন গিলকে টপকে যাবেন তিনি। ভেঙে দেবেন পুরুষ ক্রিকেটের দাপট। শাই হোপ (১৭৬০) বা জো রুটের (১৬১৩) মতো তারকাদের সেই সুযোগ না থাকলেও, বছরের শেষ দিনে দাঁড়িয়ে বাজিমাৎ করার সেরা সুযোগ এখন মন্ধনার হাতে।

রেকর্ডের রাজকন্যা: মিতালিকেও ছাড়ালেন স্মৃতি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচেই স্মৃতি একগুচ্ছ রেকর্ড নিজের নামে করেছেন। মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তাঁর গতি। মিতালি রাজ ১০,০০০ রান পূর্ণ করেছিলেন ২৯১ ইনিংসে, সেখানে মন্ধনা সময় নিয়েছেন মাত্র ২৮১ ইনিংস। ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (৩০৮) এবং সুজি বেটসকে (৩১৪) অনেক আগেই পেছনে ফেলে দিয়েছেন তিনি।

গত ম্যাচে মাত্র ৪৮ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস খেলা মন্ধনা এখন তুঙ্গে রয়েছেন। নিজের গড়া গত বছরের রেকর্ড (১৬৫৯ রান) তিনি ইতিমধ্যেই চলতি বছর ভেঙে চুরমার করে দিয়েছেন। আজ ক্রিকেট প্রেমীদের নজর কেবল স্কোরের দিকে। বছরের শেষ দিনে কি শুভমন গিলকে টেক্কা দিয়ে বিশ্ব ক্রিকেটের সিংহাসন দখল করবেন মন্ধনা? উত্তর দেবে মঙ্গলবারের রাত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy