২০২৬-এ মহাকাশে ভারতের জয়যাত্রা! রোবট ‘ব্যোমমিত্র’ থেকে কোয়ান্টাম প্রযুক্তি— ইশরোর মেগা প্ল্যান ফাঁস

২০২৫ বিদায় নেওয়ার আগেই ২০২৬-এর জন্য কোমর বেঁধে নেমে পড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। মহাকাশ বিজ্ঞানীদের মতে, নতুন বছরটি ভারতের জন্য এক ঐতিহাসিক সন্ধিক্ষণ হতে চলেছে। মানব মহাকাশ অভিযান থেকে শুরু করে অত্যাধুনিক ডেটা সুরক্ষা প্রযুক্তি— সব মিলিয়ে ২০২৬ সালে ভারতের ঝুলিতে থাকছে একগুচ্ছ রোমাঞ্চকর মিশন।

নতুন বছরের সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে চালকবিহীন ‘গগনযান’ মিশন। এই অভিযানে মহাকাশে পাঠানো হবে হিউম্যানয়েড রোবট ‘ব্যোমমিত্র’-কে। ২০২৭ সালে মহাকাশচারীদের কক্ষপথে পাঠানোর আগে, ব্যোমমিত্রর মাধ্যমে মহাকাশ যাত্রার নিরাপত্তা এবং প্রতিকূলতা খতিয়ে দেখবে ইসরো। এটিই হবে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানের লিটমাস টেস্ট।

পাশাপাশি, ২০২৬ সালে মহাকাশ গবেষণায় আত্মনির্ভর ভারতের এক নয়া অধ্যায় শুরু হবে। প্রথমবারের মতো ইসরোর নকশা করা PSLV রকেট বাণিজ্যিকভাবে তৈরি করেছে HAL এবং L&T। নতুন বছরের প্রথম ত্রৈমাসিকেই Oceansat-3A উপগ্রহের সাথে এই রকেটের সফল উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে। এছাড়া ডেটা সুরক্ষায় বিপ্লব আনতে ইসরো পরীক্ষা করতে চলেছে ‘কোয়ান্টাম-কী ডিস্ট্রিবিউশন’ প্রযুক্তি। DDS-1 নামের উপগ্রহের মাধ্যমে এই উচ্চ-নিরাপত্তা সম্পন্ন এনক্রিপশন পদ্ধতি পরীক্ষা করা হবে, যা ভারতের সাইবার সুরক্ষাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। ভারত-মরিশাস যৌথ স্যাটেলাইট এবং বেসরকারি স্টার্টআপ স্কাইরুটের ‘বিক্রম-১’ রকেটও ২০২৬-এ ভারতের মুকুটে নতুন পালক যোগ করতে প্রস্তুত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy