অস্থিরতা, ইঁদুরদৌড় আর প্রচণ্ড মানসিক চাপ— একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই সমস্যা এখন ঘরে ঘরে। বিশ্বজুড়ে অশান্ত আবহাওয়া আর দৈনন্দিন জীবনের জটিলতায় মানুষের মন থেকে শান্তি কার্যত উধাও। কিন্তু এই অন্তহীন সমস্যা থেকে স্থায়ী মুক্তির উপায় কী? কীভাবে পাওয়া যাবে জীবনের আসল পূর্ণতা? সম্প্রতি ‘দ্য সৎসঙ্গ লাইফ’-এর ইউটিউব চ্যানেলে এই নিয়ে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল, যা ডিজিটাল দুনিয়ায় নতুন করে চর্চা শুরু করেছে।
মেহসানার বিএপিএস স্বামীনারায়ণ মন্দির কর্তৃপক্ষের আয়োজিত এই ‘সৎসঙ্গ কনভারসেশনে’ আলোচনার মূল ভিত্তিই ছিল— শান্তিই আসল সম্পদ। মন্দিরের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে এই বিশেষ আধ্যাত্মিক আড্ডায় অংশ নিয়েছিলেন স্বামী যোগবিবেকদাস, স্বামী উত্তমযোগীদাস, স্বামী গুরুমানন্দাস এবং স্বামী ত্যাগপুরুষদাস। আলোচনার মূল বিষয় ছিল ‘ঐশ্বরিক আনন্দের উপভোগ’ (Enjoying Divine Bliss)। আজকের বস্তুবাদী যুগে দাঁড়িয়েও কীভাবে ভক্তি এবং আধ্যাত্মিকতার সাহায্যে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়, তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে আলাপ-চারিতা চালান এই সাধুসন্তরা।
আলোচনায় উঠে এসেছে যে, বাইরের জগতের অশান্তি নিয়ন্ত্রণ করা আমাদের হাতে না থাকলেও, নিজের অন্তরের শান্তি বজায় রাখা সম্ভব। সাধুরা জানিয়েছেন, আধ্যাত্মিকতা কেবল সন্ন্যাসীদের জন্য নয়, বরং সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের ভারসাম্য ফেরানোর মহৌষধ। মনকে স্থির করা এবং আধ্যাত্মিক চেতনার মাধ্যমে নিজেকে চেনা গেলেই স্থায়ী সুরাহা মিলতে পারে। আধুনিক জীবনের মানসিক চাপ কমাতে এই আলোচনা এখন অনেক হতাশ মানুষের কাছেই আশার আলো হয়ে দেখা দিচ্ছে।