ঝাড়গ্রামের ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর নিশানায় ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের নাশকতা থেকে শুরু করে বর্তমান পুলিশ প্রশাসন ও ছত্রধর মাহাতোর ভূমিকা। শুভেন্দু স্পষ্ট ভাষায় দাবি করেন, গত এক দশকে জঙ্গলমহলের সাধারণ মানুষের কোনো ‘আসল পরিবর্তন’ হয়নি, বরং দুর্নীতির শিকড় আরও গভীরে পৌঁছেছে।
এদিনের সভায় শুভেন্দু অধিকারীর ভাষণে উঠে আসে ২০১০ সালের সেই ভয়াবহ জ্ঞানেশ্বরী কাণ্ড। তাঁর অভিযোগ, ওই নাশকতার মামলা এবং তার বিচার প্রক্রিয়া নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। একইসঙ্গে ছত্রধর মাহাতোর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, জঙ্গলমহলে মাওবাদী আন্দোলনের সময়কার বহু রহস্যের চাবিকাঠি বর্তমান শাসকদলের কাছের মানুষের হাতেই রয়েছে। কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলকে নিয়েও সরব হন তিনি। শুভেন্দুর মতে, পুলিশ প্রশাসনের একাংশকে ব্যবহার করে রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।
কেন তিনি বললেন জঙ্গলমহলে পরিবর্তন হয়নি? শুভেন্দুর ব্যাখ্যা অনুযায়ী, জঙ্গলমহলের যুবকরা আজও কর্মহীন, আদিবাসীদের পাট্টা ও অধিকারের লড়াই এখনও অধরা। “যে পরিবর্তনের স্লোগান দিয়ে ২০১১ সালে ক্ষমতা দখল করেছিল তৃণমূল, তা আসলে ব্যক্তিস্বার্থের পরিবর্তনে পরিণত হয়েছে”—এই ভাষাতেই তৃণমূল নেত্রীকে আক্রমণ শানান তিনি। এই সভা থেকে আগামী দিনে জঙ্গলমহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা।