ভারতের সামরিক শক্তিতে এক বিশাল মাইলফলক অর্জিত হতে চলেছে। হ্যাল (HAL) এবং আমেরিকার জিই অ্যারোস্পেসের মধ্যে এফ-৪১৪ (F-414) ইঞ্জিন তৈরির চুক্তিটি ২০২৬ সালের মার্চের মধ্যে চূড়ান্ত হওয়ার পথে। ১.৫ বিলিয়ন ডলারের এই চুক্তির বিশেষত্ব হলো ৮০ শতাংশ প্রযুক্তি হস্তান্তর (ToT)। এর ফলে ভারত আর শুধু ইঞ্জিনের ক্রেতা নয়, বরং প্রস্তুতকারক হওয়ার পথে বড় পদক্ষেপ নিল।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে তেজস মার্ক-২ এর প্রথম প্রোটোটাইপ বিদেশি ইঞ্জিনে উড়লেও, ২০২৯ সালের মধ্যে হ্যাল ভারতে তৈরি প্রথম দেশীয় ইঞ্জিন তৈরি করে ফেলবে। তেজস মার্ক-২ কে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড হিসেবে ধরা হচ্ছে। ২০৩১ সালে এই যুদ্ধবিমানের চূড়ান্ত পরীক্ষা হবে এবং ২০৩২-৩৩ সাল নাগাদ এটি পুরোদমে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। এই প্রযুক্তি শুধুমাত্র তেজস নয়, ভবিষ্যতের AMCA Mk-I যুদ্ধবিমানের জন্যও গেম-চেঞ্জার প্রমাণিত হবে।