নতুন বছরের আগে বিষাদের ছায়া চিকিৎসকমহলে! ঘুরতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৩ চিকিৎসক

নতুন বছর উদযাপনের ঠিক আগেই উত্তরবঙ্গে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। নকশালবাড়ির কদমা মোড়ে পর্যটকদের একটি গাড়ির সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চার চিকিৎসকের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক তরুণী চিকিৎসকের। মৃত চিকিৎসকের নাম সায়ন্তনী ভাদুড়ি। তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক এবং কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চার জন চিকিৎসক একটি গাড়িতে করে পানিঘাটায় ঘুরতে যাচ্ছিলেন। নকশালবাড়ির কদমা মোড়ে উল্টো দিক থেকে আসা একটি পর্যটকবাহী গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই সায়ন্তনী ভাদুড়ির মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি তিন জন চিকিৎসকও গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গের চিকিৎসকমহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy