বছরের শেষে বঙ্গে অমিত শাহের মেগা এন্ট্রি! ৩ দিনের সফরে কোন বড় খেলা সাজাচ্ছে বিজেপি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের রেশ কাটতে না কাটতেই এবার খোদ চাণক্য পা রাখছেন কলকাতায়। আজ, সোমবার ২৯ ডিসেম্বর তিন দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বাজিয়ে দিতেই শাহের এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। বছরের শেষ লগ্নে শাহী সফরকে ঘিরে গেরুয়া শিবিরে এখন সাজ সাজ রব।

বিজেপি সূত্রের খবর, আজ সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন সল্টলেকের দলীয় কার্যালয়ে। প্রথম দিনেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক অগ্রগতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে একপ্রস্থ রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর তিনি রাত্রিযাপন করবেন নিউটাউনের হোটেল তাল কুটিরে।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর মঙ্গলবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। সকাল ১১টা ৫০ মিনিটে তিনি অল্টএয়ার হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন। এরপর সেখানে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সেরে বিকেল ৪টে নাগাদ তিনি রওনা দেবেন মানিকতলা গোয়াবাগানের উদ্দেশ্যে। সেখানে সমন্বয় বৈঠক সেরে ফের হোটেলে ফিরবেন তিনি।

৩১ ডিসেম্বর, বুধবার বছরের শেষ দিনেও এক মুহূর্ত ফুরসত নেই শাহের। এদিন সকালে কলকাতার ইসকন মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করবেন তিনি। এরপর অল্টএয়ার হোটেলে ফের সাংগঠনিক বৈঠক সেরে দুপুর ২টোয় পৌঁছবেন সায়েন্স সিটি অডিটরিয়ামে। সেখানে রাজ্যের সমস্ত মণ্ডল সভাপতিদের সঙ্গে একটি মেগা বৈঠক করবেন তিনি, যা নির্বাচনী রণকৌশলের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিকেল ৩টে ৪০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদীর পর শাহের এই ঘনঘন সফর ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৬-এর লড়াইয়ে বাংলাকে পাখির চোখ করেছে দিল্লি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy