নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ, হুমায়ুনের ডেরায় হানা পুলিশের! পাল্টা চাল দিলেন তৃণমূলত্যাগী বিধায়ক!

রবিবার দুপুরে মুর্শিদাবাদের শক্তিপুরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের বাড়ি ঘিরে ফেলল বিশাল পুলিশ বাহিনী। বিধায়কের ছেলের বিরুদ্ধে এক নিরাপত্তারক্ষীকে মারধর করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যায় বলে খবর। আর তাতেই মেজাজ হারালেন এই হেভিওয়েট নেতা।

কী নিয়ে গণ্ডগোল? পুলিশ সূত্রে খবর, হুমায়ুন কবীরের ছেলের বিরুদ্ধে এক নিরাপত্তারক্ষীকে মারধর ও হেনস্থা করার অভিযোগ জমা পড়েছে শক্তিপুর থানায়। সেই অভিযোগ খতিয়ে দেখতেই আজ জেলা পুলিশের বেশ কয়েকটি গাড়ি হুমায়ুনের বাড়ি ও আশপাশ ঘিরে ফেলে। যদিও হুমায়ুনের দাবি, নিরাপত্তারক্ষীই তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।

হুঙ্কার দিলেন হুমায়ুন: বাড়িতে পুলিশের উপস্থিতিতেই সংবাদমাধ্যমের সামনে রীতিমতো হুঙ্কার ছাড়েন হুমায়ুন কবীর। তাঁর বক্তব্য:

রাজনৈতিক প্রতিহিংসা: তাঁর দাবি, দলবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশকে দিয়ে তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে।

বাড়িতে মহিলারা: তিনি জানান, বাড়িতে তাঁর স্ত্রী, বৌমা এবং ছেলে ছাড়া আর কেউ নেই। পুলিশ যদি কোনও অশালীন আচরণ করে তবে ফল ভালো হবে না।

এসপি অফিস ঘেরাও: মুর্শিদাবাদের পুলিশ সুপারকে (SP) সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে হুমায়ুন বলেন, “বৃহস্পতিবার বেলা ১২টা থেকে এসপি অফিস ঘেরাও করব এবং বহরমপুর শহর স্তব্ধ করে দেব। পারলে পুলিশ আমাকে রুখে দিক!”

উত্তপ্ত মুর্শিদাবাদ: ১৮২ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণার পর থেকেই হুমায়ুন কবীর এখন নবান্নের অন্যতম মাথাব্যথার কারণ। তার ওপর আজ তাঁর বাড়িতে পুলিশের এই হানা এবং পাল্টা পুলিশ সুপারকে ঘেরাওয়ের হুঁশিয়ারি— সব মিলিয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ এখন চড়চড় করে বাড়ছে। শক্তিপুর এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy