নন্দীগ্রাম থানায় রণংদেহী শুভেন্দু! পুলিশকে চরম হুঁশিয়ারি বিরোধী দলনেতার, এবার কি মামলা হাইকোর্টে?

ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বিজেপি কর্মীকে গ্রেফতার এবং তাঁর পরিবারের সদস্যদের পুলিশি হেনস্থা করার অভিযোগ তুলে সোজা নন্দীগ্রাম থানায় হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এবার আদালতের দরজায় কড়া নাড়ার হুঁশিয়ারি দিলেন তিনি।

ঠিক কী ঘটেছে? শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুলিশ বিনা কারণে তাঁদের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, গ্রেফতার করার সময় ওই কর্মীর পরিবারের সদস্য, বিশেষ করে মহিলাদের সাথেও পুলিশ অত্যন্ত কুরুচিকর আচরণ এবং হেনস্থা করেছে বলে অভিযোগ। এই খবর পাওয়া মাত্রই অনুগামীদের নিয়ে থানায় পৌঁছে যান শুভেন্দু।

শুভেন্দুর হুঁশিয়ারি: থানায় দাঁড়িয়েই পুলিশ আধিকারিকদের রীতিমতো ভর্ৎসনা করেন বিরোধী দলনেতা। তিনি বলেন:

পুলিশ প্রশাসনের এই ‘দলদাসের’ মতো আচরণ তিনি মেনে নেবেন না।

যে সমস্ত পুলিশ আধিকারিক এই হেনস্থার সাথে যুক্ত, তাঁদের বিরুদ্ধে নাম ধরে ধরে কলকাতা হাইকোর্টে মামলা করা হবে।

পরিবারের সম্মানহানি করার অপরাধে পুলিশকে যোগ্য জবাব দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

উত্তপ্ত পরিস্থিতি: শুভেন্দু অধিকারীর থানায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই বাইরে বিজেপি কর্মীদের ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিরোধী দলনেতার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পুলিশকে ব্যবহার করছে শাসক দল।

উল্লেখ্য, নন্দীগ্রাম সবসময়ই শুভেন্দু বনাম তৃণমূলের প্রেস্টিজ ফাইট। ভোটের অনেক আগে থেকেই যেভাবে বারবার নন্দীগ্রামের মাটি তেতে উঠছে, তাতে আগামী দিনে সংঘাত আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy