শীতের ছুটিতে সপরিবারে ‘জয়চণ্ডী’! সত্যজিৎ রায়ের স্মৃতি আর আধুনিক কটেজের মেলবন্ধনে এবার জমজমাট পুরুলিয়া ভ্রমণ।

শীতের মিঠে রোদ আর পাহাড়ের হাতছানি— বাঙালির কাছে উইকএন্ড ভ্রমণের এর চেয়ে ভালো কম্বিনেশন আর হয় না। এবার পর্যটকদের সেই সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটাতে প্রস্তুত পুরুলিয়ার বিখ্যাত জয়চণ্ডী পাহাড়। মাত্র ৮০০ থেকে ২০০০ টাকার বাজেটে পাহাড়ের কোলে আধুনিক কটেজে রাত কাটানোর সুযোগ মিলছে এখানে।

কেন যাবেন জয়চণ্ডী পাহাড়ে?
ঐতিহ্যের ছোঁয়া: এই জয়চণ্ডী পাহাড়েই শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘হীরক রাজার দেশে’-র। সেই স্মৃতিকে সম্মান জানিয়ে এখানকার কটেজগুলোর নাম রাখা হয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী সব চরিত্রের নামে।

আধুনিক সুবিধা: কটেজগুলি নতুন করে সাজানো হয়েছে। পর্যটকদের জন্য রয়েছে এসি (AC) এবং গিজারের সুবিধা।

পকেট ফ্রেন্ডলি বাজেট: কটেজ ম্যানেজার তপন দত্ত জানাচ্ছেন, বড় গ্রুপের জন্য রয়েছে ডরমেটরি ব্যবস্থা, যেখানে মাথাপিছু মাত্র ৮০০ টাকাতেই থাকা সম্ভব। প্রাইভেট কটেজগুলির ভাড়াও রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালে।

শিশুদের বিনোদন: বড়দের জন্য যেমন নিরিবিলি প্রকৃতি, ছোটদের জন্য তেমনই তৈরি করা হয়েছে একটি সুন্দর চিলড্রেন পার্ক। দোলনা থেকে শুরু করে নানা খেলার সরঞ্জাম থাকায় ফ্যামিলি ট্রিপের জন্য এটি আদর্শ।

কীভাবে যাবেন?
হাওড়া বা শালিমার থেকে ট্রেনে আদ্রা বা পুরুলিয়া স্টেশনে নেমে অটো বা ভাড়া গাড়িতে সহজেই পৌঁছে যাওয়া যায় জয়চণ্ডী পাহাড়ে। স্টেশনের খুব কাছে হওয়ায় যাতায়াতেও নেই কোনো ঝক্কি।

সবুজ বনানী আর ছোট ছোট পাহাড়ের সারিতে ঘেরা এই পর্যটন কেন্দ্রটি চলতি মরশুমে পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy