হাড়কাঁপানো ঠান্ডার সাথে দোসর হয়েছে ঘন কুয়াশা। আর তার জেরে রবিবার ভোর থেকেই তছনছ দেশের বিমান পরিষেবা। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক রুটে উড়ান চলাচল কার্যত থমকে গিয়েছে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেটের মতো প্রথম সারির বিমান সংস্থাগুলির সূচিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
বিমানের সূচিতে ব্যাপক ওলটপালট:
দৃশ্যমানতা বা ভিজিবিলিটি তলানিতে ঠেকায় রানওয়েতে বিমান ওঠানামা করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফলে:
ইন্ডিগো (IndiGo): দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গয়া ও অমৃতসরগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। উল্লেখ্য, শনিবারও ৫৭টি ফ্লাইট বাতিল করেছিল এই সংস্থা।
এয়ার ইন্ডিয়া (Air India): বারাণসী, অমৃতসর ও দিল্লি রুটে পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানিয়েছে তারা।
স্পাইসজেট (SpiceJet): অযোধ্যা, বাগডোগরা, পাটনা এবং গুয়াহাটি বিমানবন্দর থেকে উড়ান চলাচলে বিঘ্ন ঘটার সতর্কতা জারি করেছে।
যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা:
পরিস্থিতি সামাল দিতে দিল্লি বিমানবন্দরের তরফে বিশেষ ‘ট্র্যাভেল অ্যাডভাইজ়রি’ জারি করা হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে যে, ঘর থেকে বেরোনোর আগে যেন অবশ্যই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অ্যাপ থেকে ‘ফ্লাইট স্ট্যাটাস’ (Flight Status) যাচাই করে নেন। কুয়াশার কারণে উড়ান বাতিলের পাশাপাশি অনেক ফ্লাইট কয়েক ঘণ্টা পর্যন্ত দেরিতে চলতে পারে।
কুয়াশায় ঢাকা উত্তর ভারত:
আবহাওয়া দফতর সূত্রে খবর, চণ্ডীগড় থেকে বারাণসী পর্যন্ত দৃশ্যমানতা অত্যন্ত কম। রানওয়েতে পর্যাপ্ত আলো থাকা সত্ত্বেও ঘন কুয়াশায় বিমান অবতরণ করানো অসম্ভব হয়ে পড়ছে। গ্রাউন্ড স্টাফরা পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করলেও, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগান্তি কমার কোনও ইঙ্গিত নেই।
কলকাতা বা দিল্লি থেকে আজকের বিমান সফরের পরিকল্পনা থাকলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।