বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ ঘিরে এখন দেশজুড়ে ক্রিকেট উন্মাদনা তুঙ্গে। এবারের টুর্নামেন্টে ভক্তদের সবচেয়ে বড় পাওনা হলো ভারতীয় ক্রিকেটের দুই প্রধান স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপস্থিতি। আন্তর্জাতিক সূচির ফাঁকে দুজনেই নেমেছেন নিজেদের ঘরোয়া দল দিল্লি এবং মুম্বইয়ের হয়ে। কিন্তু প্রশ্ন উঠছে, বিসিসিআইয়ের কোটি টাকার বার্ষিক চুক্তিতে থাকা এই দুই সুপারস্টার ঘরোয়া ওয়ানডে ম্যাচ খেলে কত টাকা উপার্জন করছেন?
বিসিসিআই-এর গ্রেড ‘এ প্লাস’ চুক্তিতে থাকা কোহলি এবং রোহিত দুজনেই বিজ্ঞাপন ও আইপিএল থেকে বছরে কয়েকশো কোটি টাকা আয় করেন। তবে ঘরোয়া ক্রিকেটের বেতনের কাঠামোটি আন্তর্জাতিক বা আইপিএলের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে কার নাম কতটা বড়, তার চেয়েও বড় হলো সেই খেলোয়াড়ের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, বিজয় হাজারে ট্রফির পারিশ্রমিক নির্ধারিত হয় একজন ক্রিকেটারের ‘লিস্ট এ’ (List A) ম্যাচের সংখ্যার ওপর ভিত্তি করে।
বিজয় হাজারে ট্রফির বেতন কাঠামো:
সিনিয়র ক্যাটাগরি (৪০-এর বেশি ম্যাচ খেলা): প্রথম একাদশে থাকলে ম্যাচ প্রতি ৬০ হাজার টাকা। রিজার্ভ বেঞ্চে থাকলে ৩০ হাজার টাকা।
মিড-লেভেল (২১ থেকে ৪০টি ম্যাচ খেলা): প্রথম একাদশে থাকলে ম্যাচ প্রতি ৫০ হাজার টাকা। রিজার্ভে থাকলে ২৫ হাজার টাকা।
জুনিয়র ক্যাটাগরি (০ থেকে ২০টি ম্যাচ খেলা): প্রথম একাদশে থাকলে ম্যাচ প্রতি ৪০ হাজার টাকা। রিজার্ভে থাকলে ২০ হাজার টাকা।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই স্বভাবতই সিনিয়র ক্যাটাগরিতে পড়েন। ফলে বিজয় হাজারে ট্রফির প্রতিটি ম্যাচের জন্য তাঁরা পাচ্ছেন মাত্র ৬০ হাজার টাকা। উল্লেখ্য, টিম ইন্ডিয়ার হয়ে একটি একদিনের আন্তর্জাতিক (ODI) ম্যাচ খেলার জন্য বিসিসিআই তাঁদের ৬ লক্ষ টাকা ম্যাচ ফি দেয়। অর্থাৎ, ঘরোয়া ক্রিকেটে তাঁরা আন্তর্জাতিক ম্যাচের তুলনায় মাত্র ১০ শতাংশ টাকা পাচ্ছেন।
আয়ের হিসেব এখানেই শেষ নয়। ম্যাচ ফি ছাড়াও ক্রিকেটাররা প্রতিদিনের খরচের জন্য আলাদা ‘ডেইলি অ্যালাউন্স’ পান। এছাড়া ম্যাচে সেরা হতে পারলে অতিরিক্ত ১০ হাজার টাকা পুরস্কার রয়েছে। আবার টুর্নামেন্টের নক-আউট পর্বে দল যত দূর এগোবে, সেই অনুযায়ী প্রাইজমানির একটি অংশ খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তবে অর্থের চেয়েও এই টুর্নামেন্টে কোহলি-রোহিতের অংশগ্রহণ ঘরোয়া ক্রিকেটের মান এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে বড় ভূমিকা নিচ্ছে।