ওপার বাংলায় দীপু দাসের পর এবার ওসমান হাদি, জোড়া খুনে উত্তপ্ত দুই বাংলাই! ডঃ ইউনূসের পদক্ষেপে নজর বিশ্বের

শান্ত হওয়ার লক্ষ্মণ নেই, বরং নতুন করে হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। এবার রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পদ্মাপার। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শনিবার রাতভর ঢাকা জুড়ে চলেছে তীব্র প্রতিবাদ ও ধরনা। বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত খুনিদের গ্রেফতার করা না হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করা হবে।

ওসমান হাদির ভাই ওমর হাদি এই ঘটনায় সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বাংলাদেশে আসন্ন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রশাসনের একাংশ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এই অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা। রাতভর রাজধানীর রাজপথে অবস্থান বিক্ষোভের জেরে যানচলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়।

অন্যদিকে, ওপার বাংলায় দীপু দাসকে নৃশংসভাবে খুনের ঘটনার রেশ এবার আছড়ে পড়েছে এপার বাংলাতেও। সীমান্তের দুই প্রান্তেই এখন প্রতিবাদের আগুন। একদিকে ওসমানের বিচার চেয়ে ঢাকার রাজপথ উত্তপ্ত, অন্যদিকে দীপু দাসের খুনের প্রতিবাদে এপার বাংলাতেও বিক্ষোভ ক্রমশ দানা বাঁধছে। এই দ্বিমুখী সংকটের মুখে দাঁড়িয়ে ডঃ ইউনূস শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কী পদক্ষেপ করেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল। সব মিলিয়ে, বাংলাদেশের পরিস্থিতি ফের একবার চূড়ান্ত অস্থিরতার দিকে মোড় নিচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy