পেশাদার শিল্পীদের সঙ্গে একই মঞ্চে স্কুল পড়ুয়ারা, নাটকের টানে মাতল পশ্চিম মেদিনীপুর!

বর্তমানের ডিজিটাল যুগে যখন আট থেকে আশি—সবাই মোবাইল ফোনের স্ক্রিনে বন্দি, তখন সমাজকে সংস্কৃতির স্বাদ ফেরাতে এক অনন্য উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুরের বেলদা। কয়েকজন শিক্ষক এবং সংস্কৃতিমনস্ক ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা ‘সুকৃৎ নাট্যধারা’-র উদ্যোগে শুরু হলো তিন দিনের বর্ণাঢ্য নাট্য উৎসব। শুক্রবার বেলদা অডিটোরিয়াম হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

এই নাট্য উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানে শুধু কলকাতা বা হুগলির নামী পেশাদার নাট্যদলই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করছে স্থানীয় বিদ্যালয়গুলোর পড়ুয়ারা। খুদে শিল্পীরা তাদের নাটকের মাধ্যমে সামাজিক অবক্ষয়, পরিবেশ সচেতনতা এবং মানবিক মূল্যবোধের মতো গুরুতর বিষয়গুলো ফুটিয়ে তুলছে। আয়োজকদের প্রধান লক্ষ্য হলো, ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে সৃজনশীল কাজে উৎসাহিত করা এবং নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা দেওয়া।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব যুগজিৎ নন্দ এবং নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। দ্বিতীয় বছরে পদার্পণ করা এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। কলকাতা, হুগলি এবং মেদিনীপুরের একাধিক পেশাদার দল যেমন থাকছে, তেমনই থাকছে পড়ুয়াদের নিজস্ব পরিকল্পনায় তৈরি মঞ্চস্থ নাটক। শুক্রবার শুরু হওয়া এই উৎসব চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা থেকেই নাটকের ডালি সাজিয়ে বসছেন শিল্পীরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy