ভোটের আগেই বদলে যাচ্ছে সমীকরণ? বিমান বসু-সেলিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নওশাদ!

২০২৫ ক্যালেন্ডারের পাতা ওল্টাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই দরজায় কড়া নাড়বে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। বাংলার মসনদ দখলে শাসকদল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি যখন নিজেদের ঘুঁটি সাজাতে ব্যস্ত, ঠিক তখনই শনিবার বিকেলে এক চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী থাকল আলিমুদ্দিন স্ট্রিট। বামফ্রন্টের সদর কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেল আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে নয়া জোট-জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ আলিমুদ্দিনে পৌঁছান ভাঙড়ের বিধায়ক। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিন নেতার মধ্যে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক চলে। রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর নির্বাচনে তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক ছাতার তলায় আনার যে প্রক্রিয়া বামেরা শুরু করেছে, নওশাদের এই সফর তারই একটি বড় অংশ।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস এবং আইএসএফ মিলে ‘সংযুক্ত মোর্চা’ গঠন করেছিল। যদিও সেই জোট প্রত্যাশিত ফল করতে পারেনি, কিন্তু নওশাদ সিদ্দিকী নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। এবার আরও একধাপ এগিয়ে আগেভাগেই আসন ভাগাভাগি এবং নির্বাচনী রণকৌশল স্থির করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। নওশাদ কি শেষ পর্যন্ত বামেদের সঙ্গে জোট করেই ময়দানে নামবেন? নাকি এই বৈঠকের নেপথ্যে অন্য কোনো সমীকরণ রয়েছে? এই প্রশ্নই এখন আলিমুদ্দিন থেকে নবান্ন—সর্বত্র ঘোরাফেরা করছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy