তৃণমূল কংগ্রেসের অন্দরের বিদ্রোহ এবার প্রকাশ্যে এল এক বিস্ফোরক রূপ নিয়ে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে মুসলিম তোষণের কথা বললেও, আদতে তিনি সনাতনীদেরই তোষণ করে চলেন। হুমায়ুনের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে বিশেষ করে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিন মেজাজ হারিয়ে হুমায়ুন কবীর সাফ জানান, “আমি বেঁচে থাকতেই তৃণমূলের পতন ঘটবে।” শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে মুর্শিদাবাদের প্রতিটি আসন তৃণমূলের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তাঁর দাবি, দলের বর্তমান নীতি ও কাজকর্মের ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যার প্রতিফলন দেখা যাবে ব্যালট বক্সে।
তৃণমূল বিধায়কের এমন ‘বেসুরো’ মন্তব্যে অস্বস্তিতে পড়েছে জেলা তথা রাজ্য নেতৃত্ব। দল যখন বিভিন্ন ইস্যুতে ঘর গোছাতে ব্যস্ত, তখন হুমায়ুনের এই সরাসরি আক্রমণ মমতার ‘ধর্ম নিরপেক্ষ’ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। এখন দেখার, এই বিদ্রোহের জেরে দল তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় কি না।