ভাইজানের ৬০তম জন্মদিনে বড় ধামাকা! গালওয়ানের বীর কর্নেল সন্তোষ বাবুর বেশে কাঁপালেন সলমন

সুপারস্টার সলমন খানের ৬০তম জন্মদিন আজ, আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে অনুরাগীদের জন্য সবচেয়ে বড় উপহার নিয়ে এলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল সলমন খানের পরবর্তী মেগা প্রজেক্ট ‘ব্যাটল অফ গালওয়ান’-এর (Battle of Galwan) টিজার। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির ঝলক দেখে সমাজমাধ্যমে রীতিমতো ঝড়ের সৃষ্টি হয়েছে। সেনার পোশাকে সলমনের শক্তিশালী উপস্থিতি দেখে ভক্তরা বলছেন, “এটাই বছরের সেরা উপহার।”

পরিচালক অপূর্ব লাখিয়ার এই ছবি মূলত ২০২০ সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি। ছবিতে সলমন খানকে দেখা যাবে শহিদ কর্নেল সন্তোষ বাবুর ভূমিকায়, যিনি বীরত্বের সঙ্গে চিনা আগ্রাসন রুখে দিয়ে দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। টিজারে সলমনের অ্যাকশন এবং দেশপ্রেমের মেজাজ দেখে ভক্তদের মন্তব্য, “ভাইজান তো মন জয় করে নিলেন, গায়ে কাঁটা দিচ্ছে!”

ছবিতে সলমনের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিং-কে। ছবির টিজার প্রকাশ্যে আসতেই ২০২৬ সালের ১৭ এপ্রিলের অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। সলমনের এই ‘আর্মি অফিসার’ লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি বলিউড মহলেও ছবিটি নিয়ে ইতিবাচক চর্চা শুরু হয়েছে। ৬০ বছর বয়সেও সলমনের এই অদম্য এনার্জি দেখে অনেকেই বলছেন, ২০২৬-এর বক্স অফিসে বড় ধামাকা করতে আসছেন সুলতান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy