অভিভাবকদের বিক্ষোভ, পুলিশি হস্তক্ষেপ; বিহারের স্কুলে এ কী কাণ্ড ঘটাল ছাত্ররা?

বিহারের মুজফফরপুরে একটি সরকারি স্কুলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই স্কুল ভবনে হিন্দি ও উর্দু মাধ্যমের পঠনপাঠন চললেও, সম্প্রতি দুই মাধ্যমের ছাত্রছাত্রীদের মধ্যে বিবাদ ও শ্লীলতাহানির গুরুতর অভিযোগ ঘিরে রণক্ষেত্রের আকার নেয় স্কুল চত্বর। অভিযোগ, উর্দু মাধ্যমের কিছু ছাত্র হিন্দি মাধ্যমের ছাত্রীদের লক্ষ্য করে অশালীন মন্তব্য এবং কুরুচিকর অঙ্গভঙ্গি করেছে।

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। হিন্দি মাধ্যমের ছাত্রীদের দাবি, উর্দু মাধ্যমের কিছু ছাত্র দীর্ঘদিন ধরেই তাদের উত্যক্ত করছিল। অভিযোগ, সম্প্রতি সেই মাত্রা ছাড়িয়ে যায়। ছাত্রীরা জানিয়েছে, তাদের লক্ষ্য করে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে এবং অশালীন স্পর্শের চেষ্টাও চালানো হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই স্কুলের পরিবেশ বিষিয়ে ওঠে।

বিস্ময়কর বিষয় হলো, স্কুল কর্তৃপক্ষ যখন অভিযুক্ত ছাত্রদের শাসন করার চেষ্টা করেন, তখন একদল অভিভাবক স্কুলে চড়াও হন। অভিযোগ, অভিযুক্ত ছাত্রদের পরিবারের সদস্যরা শিক্ষকদের ওপর চড়াও হয়ে হুমকি প্রদর্শন করেন। এর ফলে শিক্ষকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্ষুব্ধ ছাত্রীদের অভিভাবকরা স্কুলের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দোষীদের স্কুল থেকে বহিষ্কারের দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের কোনোভাবেই রেয়াত করা হবে না।”

বর্তমানে স্কুলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, একই পরিকাঠামোয় ভিন্ন মাধ্যমের পড়ুয়াদের মধ্যে সমন্বয়হীনতা এবং শৃঙ্খলার অভাবই এই অপ্রীতিকর পরিস্থিতির মূল কারণ। প্রশাসন আশ্বস্ত করেছে যে, ভবিষ্যতে স্কুলে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা ও বাড়তি রক্ষী মোতায়েন করা হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy