বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার এবং চট্টগ্রামের যুবক দীপু দাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ নীরবতা ভেঙে কড়া প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
দীপু হত্যার বিচার ও কড়া বার্তা: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, দীপু দাসের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকার যে বিকৃত ভাষ্য (Distorted narrative) ছড়ানোর চেষ্টা করছে, ভারত তা পুরোপুরি খারিজ করছে।” শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অরাজকতা চলছে, তা নিয়ে ভারত যে আর চুপ করে থাকবে না, এই বার্তার মাধ্যমে তা স্পষ্ট করে দিয়েছে মোদী সরকার।
কূটনৈতিক অচলাবস্থা: পদ্মাপারে অস্থিরতার প্রভাবে এপার বাংলাতেও উত্তেজনা ছড়িয়েছে। ইতিপূর্বেই বাংলাদেশিদের জন্য এদেশের একাধিক হোটেল বন্ধ হয়েছে, বন্ধ রাখা হয়েছে ভিসা পরিষেবা ও কনসুলার কাজ। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির ওপর ভারতের কড়া নজর রয়েছে এবং হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে ইউনূস সরকারকে।