বড়দিন থেকে শুরু করে ইংরেজি নববর্ষ পর্যন্ত পর্যটকদের হুল্লোড় নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল বীরভূম জেলা পুলিশ। জেলার পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, প্রতিটি থানাকে ডিজে বক্সের ব্যবহার বন্ধ করা এবং নদীর ধারে পিকনিকের ক্ষেত্রে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ডিজে ভাড়া দিলে কেবল পর্যটক নয়, মাইক ব্যবসায়ীদের বিরুদ্ধেও মামলা করা হবে।
সদাইপুর থানা এলাকায় বক্রেশ্বর জলাধারের নীল নির্জনে আসা পর্যটকদের জন্য ৯ দফা নির্দেশিকা সম্বলিত পোস্টার লাগানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে— পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র আবর্জনা না ফেলা এবং মদ্যপান থেকে বিরত থাকা বাধ্যতামূলক। এছাড়া জলাশয়ে আসা পরিযায়ী পাখিদের বিরক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে। বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট এবং নানুর থানা এলাকাতেও পুলিশি টহল বাড়ানো হয়েছে। ডেউচা বা ময়ূরাক্ষী নদীর পাড়ে যাওয়ার পথেই ডিজে বক্স আটকে দেবে পুলিশ। এমনকি বক্সের বদলে মিক্সচার মেশিন ব্যবহার করলেও ছাড় মিলবে না। প্রশাসনের স্পষ্ট বার্তা— আনন্দ হোক, কিন্তু তা যেন অন্যের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়।